E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার উৎপাদন হয়েছে ৪০ হাজার মেট্রিকটন

২০১৫ মার্চ ২৯ ২১:৪০:৩৯
বগুড়ায় লক্ষ্যমাত্রা ছাড়িয়ে সরিষার উৎপাদন হয়েছে ৪০ হাজার মেট্রিকটন

বগুড়া প্রতিনিধি: বাম্পার ফলন ঘরে তুললো বগুড়ার সরিষা চাষিরা। চলতি মৌসুমে বেশি সময় ধরে শীত থাকায় ভাল ফলন পাওয়া গেছে। বগুড়ার হাটবাজারে নতুন সরিষার বেচাকেনা শুরু হয়েছে। কৃষি অফিস বলছে জেলায় ২৭ হাজার ৮শত ৪৬ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

এর বিপরীতে ফলন টার্গেট ৩২ হাজার ৪৮ মেট্রিক টন ধরা হলেও মোট উৎপাদন হয়েছে ৪০ হাজার ৭০ মেট্রিক টন। কৃষি অফিস বলছে লক্ষ্যমাত্রার চেয়েও ৮ হাজার মেট্রিক টন সরিষা বেশি উৎপাদিত হয়েছে।

বগুড়ার কৃষি অফিস সুত্রে জানা যায়, চলতি বছর তেলবীজ হিসেবে সরিষার বাম্পার ফলন পাওয়া গেছে। তীব্র শীত ও কুয়াশায় সরিষার ফলন ভালো হয়। অক্টোবর নভেম্বর মাসে সরিষার আবাদের পর ৮০ থেকে ১০০ দিনের মধ্যে পাকা সরিষা কৃষকরা ঘরে তুলতে পারেন। এরপর জমি চাষ করে মাঘ মাসে বোরো রোপণ করতে কোনো অসুবিধা হয় না। দামে সস্তা থাকায় খুব দ্রুত সয়াবিন ও পাম তেলের ব্যবহার বিস্তৃতি লাভ করে এবং পিছিয়ে পড়তে থাকে দেশীয় সরিষা তেল। কিন্তু কয়েক বছরে আমদানিকৃত ভোজ্যতেলের মূল্য অস্বাভাবিক বেড়ে যায়। এর ফলে বাজারে সরিষার চাহিদা এবং দাম বেড়ে যাওয়ায় কৃষকরা আবারো সরিষা চাষে আগ্রহী হয়ে উঠছে। ফলে সরিষার মতো অতি স্বল্প সময়ের ফসলের চাহিদা দিন দিন বাড়ছে।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর অফিস সুত্রে জানা যায়, গত বছর বগুড়ায় সরিষা চাষাবাদ হয় ২৭ হাজার ৭’শ হেক্টর জমিতে। চলতি বছর ২৭ হাজার ৮৬৪ হেক্টর জমিতে সরিষার চাষাবাদ টার্গেট নেওয়া হয়েছে। ফলন ধরা হয়েছে ৩২ হাজার ৪৮ মেট্রিকটন। সময়মত রোপন হওয়ায় এবার বাম্পার ফলন পাওয়া গেছে। এ কারণে ফলন বেড়ে দাঁড়িয়েছে ৪০ হাজার ৭০ মেট্রিক টন।

বগুড়ার ধুনট উপজেলা সদরের মোঃ আমিনুল জানান, ধনটের বাজারে নতুন সরিষা বিক্রি হচ্ছে ১৫০০ থেকে ১৬০০ টাকা মন। বেশি মুকনা হলে ১৭০০ থেকে ১৮০০ টাকা মন বিক্রি হচ্ছে।
বগুড়ার গাবতলী উপজেলার রামেশ্বরপুর আকন্দপাড়া গ্রামের সরিষা চাষী রবিউল ইসলাম জানান, এবারে ভাল ফলন পাওয়া গেছে। উপজেলার সব সরিষা কাটা মারাই করে ঘরে তুলেছে। হাটে বাজারে বেশ কিছু আগেই বিক্রি শুরু হয়েছে নতুন সরিষা।

একই উপজেলার আহম্মেদপুর গ্রামের কৃষক আজাহার জানান, প্রতি বিঘায় ৬/৭ মন সরিষা পাওয়া গেছে। গত বছরের মত এবছরও সরিষার ভাল দাম পাওয়া গেছে।
বগুড়া সদরে বিভিন্ন হাটে বাজারে সরিষা বিক্রি হচ্ছে সেতি সরিষা (লাল) ১৮০০ থেকে ১৯৫০ টাকা মন। মাঘি সরিষা ১৬০০ থেকে ১৮০০, হাইব্রিড (কেনাডা) ১৮০০ থেকে ২২০০ টাকা মন।

বগুড়ার কাহালু উপজেলার সরিষা চাষি মোঃ বাছেদ জানান, বাজারে শুকনা সরিষার দাম বেশি। শুরুতে কাঁচা সরিষা বিক্রি হয়েছে ১৪০০ থেকে ১৫০০ টাকা মন। বর্তমানে পাকারি হাটে সরিষা বিক্রি হচ্ছে ১৮০০ টাকা মন।

বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক চন্ডী দাস কুন্ডু জানান, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদন পাওয়া গেছে। চলতি বছর জেলায় বেশি সময় ধরে শীত থাকায় ফেব্রুয়ারী মাসে উৎপাদন পাওয়া গেছে ৪০ হাজার ৭০ মেট্রিক টন। যা লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে। আবাহাওয়া ভাল থাকায় ভাল উৎপাদন পাওয়া গেছে।


(এএসবি/এসসি/মার্চ২৯,২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test