E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

জুড়ী উপজেলা  উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে গুলশান আরা মিলি নির্বাচিত

২০১৫ মার্চ ২৯ ২১:৫০:৪২
জুড়ী উপজেলা  উপ-নির্বাচনে চেয়ারম্যান পদে গুলশান আরা মিলি নির্বাচিত

বড়লেখা(মৌলভীবাজার)প্রতিনিধি :গত রবিবার (২৯মার্চ) মৌলভীবাজারের জুড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে উপ-নির্বাচনে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী প্রয়াত চেয়ারম্যান এমএ মুমিত আসুকের স্ত্রী গুলশান আরা মিলি নিবার্চিত হয়েছেন।

তিনি ঘোড়া প্রতীকে ২২,৪৪৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামীলীগের তৃণমুলের প্রার্থী মোঃ বদরুল হোসেন আনারস প্রতীকে ১১,৭৬৩ ভোট পেয়েছেন। বিএনপির বিদ্রোহী প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন হেলিকপ্টার প্রতীকে ১১৫৭৬ ভোট পেয়ে তৃতীয় হয়েছেন।

জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (সার্বিক) ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শহীদুল ইসলাম রাত পোনে আটটার সময় গুলশান আরা মিলিকে চেয়ারম্যান পদে বেসরকারী ভাবে নির্বাচিত ঘোষণা করেন।

এ উপজেলায় ৮৯ হাজার ৪ শত ১জন ভোটারের মাঝে ৫০,৯৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তার মধ্যে ২,৬৭৫ ভোট বাতিল হিসেবে গণ্য করা হয়েছে।

উল্লেখ্য, জুড়ী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ মুমিত আসুক ২০১৪ সালের ২৩ নভেম্বর মৃত্যুবরণ করায় পদটি শুন্য হয়ে গেলে গত ১৭ ফেব্রুয়ারি নির্বাচন কমিশন (ইসি) এর নির্দেশে মৌলভীবাজারের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং অফিসার জহিরুল ইসলাম চেয়ারম্যান পদে উপ-নির্বাচনের তারিখ ঘোষণা করেন।

(এলএস/এসসি/মার্চ২৯,২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test