E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরিশালে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড নিহত ১

২০১৫ মার্চ ৩০ ০৯:২৪:৪৭
বরিশালে ওষুধ কারখানায় অগ্নিকাণ্ড নিহত ১

বরিশাল প্রতিনিধি : বরিশালে অপসোনিন ফার্মা লিমিটেডের কারাখানায় অগ্নিকাণ্ডের ঘটনায় নেছার প্যাদা (৪৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রবিবার সকালে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নেছার প্যাদা পটুয়াখালীর গলাচিপা উপজেলার আবুল প্যাদার ছেলে। তিনি অপসোনিন ফার্মায় রং মিস্ত্রির কাজ করতেন।

শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ড. হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

এ ঘটনায় অগ্নিদগ্ধ হয়ে আরো চার জন হাসপাতালে ভর্তি রয়েছেন। অগ্নিদগ্ধরা হলেন- জাকির হোসেন, ফারুক হাওলাদার, সিদাম নন্দী ও আব্দুর রশিদ।

রবিবার রাত ২টার দিকে মহানগরের পূর্ব বগুড়া রোড এলাকায় এ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

রাত আড়ইটা থেকে পর্যায়ক্রমে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। ভোর ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

(ওএস/এটিআর/মার্চ ৩০, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test