E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

মধুখালী পৌরসভা নির্বাচনে জয়ী প্রার্থীর সমাবেশে হামলার অভিযোগ

২০১৫ মার্চ ৩০ ১৮:০৮:৪৫
মধুখালী পৌরসভা নির্বাচনে জয়ী প্রার্থীর সমাবেশে হামলার অভিযোগ

ফরিদপুরের নবগঠিত মধুখালী পৌরসভা নির্বাচনে বেসরকারীভাবে আ’লীগের খন্দকার মোরশেদ রহমান লিমন নারকেল গাছ মার্কায় ৭৪১০ভোট পেয়ে বিজয়ী হয়েছেন।

গতকাল রবিবার অনুষ্ঠিত মধৃুখালী পৌরসভা নির্বাচনে জয়ী আওয়ামীলীগ সমর্থিত মেয়র প্রার্থী খন্দকার মোরশেদ রহমান লিমনের সমাবেশে সন্ত্রাসী হামলার অভিযোগ করেছেন। হামলায় তাঁর দুই কর্মী আহত হয়েছে বলে তিনি জানান।

আজ সোমবার দুপুরে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে নবনির্বাচিত মেয়র লিমন এ অভিযোগ করেন। সম্মেলনে ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য আব্দুর রহমানও বক্তব্য দেন।

মেয়র লিমন তার বক্তব্যে তাঁকে বিপুল ভোটে নির্বাচিত করায় ভোটারদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, বেসরকারিভাবে ভোটের ফল ঘোষণার পর মধুখালী কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে স্বতঃস্ফূর্ত জনতা সমবেত হয়।

এক পর্যায়ে উপস্থিত জনতার উদ্দে্শে সংসদ সদস্য আব্দুর রহমান বক্তব্য দেন। এ সময় সংসদ সদস্যসহ উপস্থিত নেতাকর্মীদের ওপর সন্ত্রাসীরা ইটপাটকেল নিক্ষেপ করে। এতে উপজেলার কামারখালী সরকারি বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ কলেজের প্রভাষক মির্জা গোলাম ফারুক এবং বনমালিদিয়া গ্রামের মো.আসাদ আহত হয়।

তিনি এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে আগামীতে তাঁকে মধুখালী পৌরসভার উন্নয়ন কাজে সকলের সহযোগিতার আহ্বান জানান। তার এ বিজয়কে মধুখালী পৌরসভার সকল জনগণের কাছে উৎসর্গ করেছেন।

(আরএনকে/এসসি/মার্চ ৩০,২০১৫)

পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test