E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে নওগাঁয় র‌্যালী ও  মহড়া

২০১৫ মার্চ ৩১ ১৭:৩৪:৪১
দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে নওগাঁয় র‌্যালী ও  মহড়া

নওগাঁ প্রতিনিধি : বিজ্ঞানভিত্তিক তথ্য জানি, দুর্যোগের ক্ষতি কমিয়ে আনি এ শ্লোগান নিয়ে মঙ্গলবার সকাল  সাড়ে ৯ টায় নওগাঁয় জাতীয় দুযোর্গ প্রস্ততি দিবস উপলক্ষে র‌্যালী ও মহড়া অনুষ্ঠিত হয়েছে । জেলা প্রশাসকের ডাক বাংলো থেকে বের হওয়া র‌্যালীতে নেতৃত্ব দেন নওগাঁ জেলা প্রশাসক মো. এনামুল হক ।

র‌্যালীটি শহর প্রদক্ষিন করে জিলা স্কুল মাঠে ভুমিকম্প ও অগ্নি নির্বাপনের ওপর মহড়া প্রদর্শন করা হয় । এ সময় দুর্যোগের ওপর বক্তব্য রাখেন, নওগাঁ জেলা প্রশাসক মো. এনামুল হক। উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ইউনুস আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জাহাঙ্গীর আলম, নওগাঁ সদর প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা এস এ হায়াত প্রমুখ ।

এ সময় সচেতনতামুলক অগ্নিনির্বাপন ও দুর্যোগকালিন প্রান রক্ষার ওপর বিভিন্ন মহড়া প্রদর্শন করে ফায়ার সার্ভিস কর্মীরা। ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মো. আব্দুর রশিদ মহরার নেতৃত্ব দেন। জেলার কয়েকটি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এ সচেতনতামুলক মহড়া উপভোগ করে ।

(বিএম/এএস/মার্চ ৩১, ২০১৫)

পাঠকের মতামত:

০৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test