E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীপুরে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

২০১৫ মার্চ ৩১ ২০:৪৪:২২
শ্রীপুরে পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

মাগুরা প্রতিনিধি :‘অপুষ্টিজনিত রক্তস্বল্পতা থেকে শিশুকে রক্ষা করার উপায় এবং পুষ্টিকণার ভুমিকা’-শীর্ষক এক প্রশিক্ষণ কর্মশালা গতকাল মঙ্গলবার মাগুরার শ্রীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়।

গ্লোবাল অ্যালায়েন্স ফর ইমপ্রভড নিউট্রিশনের সহযোগিতায় বাংলাদেশ এমআইওয়াইসিএন হোম ফরটিফিকেশন প্রোগ্রাম, স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি ও ব্রাক এ প্রশিক্ষণের আয়োজন করে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শ্যামল কুমার দাসের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মঈনুল হাসান।

বিশেষ অতিথি ছিলেন ব্রাকের স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি প্রকল্পের রিজিওনাল ম্যানেজার মোঃ শাহজাহান সিরাজ, উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার মধুসূদন সাহা, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা সিরাজুল ইসলাম, শ্রীপুর প্রেসক্লাবের সভাপতি মুসাফির নজরুল, ব্রাক স্বাস্থ্য, পুষ্টি ও জনসংখ্যা কর্মসূচি প্রকল্পের সিনিয়র জেলা ম্যানেজার মোঃ হাসানুজ্জামান, ব্রাক শ্রীপুর উপজেলা ম্যানেজার একেএম ফজল ইকবালের সঞ্চালনায় প্রশিক্ষণে মূলপ্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ পান্না লাল সাহা।

প্রশিক্ষণে সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক, এনজিও কর্মকর্তা, ইমাম ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

(ডিসি/এসসি/মার্চ৩১,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test