E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরে ইজিবাইক চালক খুন,আটক ১

২০১৫ এপ্রিল ০১ ১৫:২৯:৪৩
শেরপুরে ইজিবাইক চালক খুন,আটক ১

শেরপুর প্রতিনিধি  : শেরপুরের নালিতাবাড়ীতে ছিনতাইকারীর পিটুনীতে উমর আলী (৫০) নামে এক ইজিবাইক চালক খুন হয়েছে। এ ঘটনায় স্থানীয় জনতা হাফিজুল ইসলাম নামে এক ঘাতককে আটক করে পুলিশে সোর্পদ করেছে। নিহত উমর আলী নন্নী ইউনিয়নের ছাইছাকুড়া গ্রামের মৃত আব্বাছ আলীর ছেলে। ৩১ মার্চ মঙ্গলবার রাত দশটার দিকে নন্নী-নালিতাবাড়ী সড়কে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো ভাড়া মারা শেষে উমর আলী মঙ্গলবার রাতে নিজের ইজিবাইক চালিয়ে বাড়ী ফিরছিলেন। পথিমধ্যে ছাইছাকুড়া এলাকায় একদল দূর্বত্ত পথআগলে ইজিবাইকটি ছিনতাই করে বেধড়ক পিটুনী দিয়ে তাকে রাস্তায় ফেলে রাখে। স্থানীয়রা তার ডাক-চিৎকারে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে নালিতাবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে, দূবৃত্তরা ইজিবাইকটি নিয়ে পালাতে চাইলেও চার্জ না থাকায় কিছুদূর গিয়ে সেটিও ফেলে রেখে যায়। পরে ঘটনা জানাজানি হলে স্থানীয় বিক্ষুব্ধ জনতা বাসে করে ঢাকার উদ্দেশ্যে পালানোর সময় নন্নী বাজার হতে হাফিজুল ইসলাম নামে ঘাতকদের একজনকে আটক করে গণধোলাই দিয়ে পুলিশের কাছে হস্তান্তর করে।

নিহতের ছেলে আশরাফুল ইসলাম জানান. ইজিবাইকটি ছিনতাই করার উদ্দেশ্যেই আমার বাবাকে খুন করা হয়েছে। ছাইছাকুড়া গ্রামের বিশুর দোকানের কাছে আসলে দূর্বত্তরা ইজিবাইকটি ছিনিয়ে নিয়ে বাবাকে মারধোর করে রাস্তায় ফেলে রাখে। স্থানীয়দের নিকট থেকে সংবাদ পেয়ে বাবাকে উদ্ধার করে হাসপাতালে নিলেও তাকে বাঁচাতে পারিনি। আমরা এ খুনের বিচার চাই, খুনীদের ফাঁসির দাবি জানাই।

নালিতাবাড়ী থানার ওসি এ কে এম আমিনুল হক, নিহতের লাশ উদ্ধার করে শেরপুর জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা রেকর্ড করা হয়েছে। খুনের ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে আটক করা হয়েছে। ছিনতাই হওয়া ইজিবাইকটিও উদ্ধার করা হয়েছে।
(কেএইচএম/পিবি/এপ্রিল ০১,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test