E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নন্দীগ্রামে রাস্তার বেহাল দশা

২০১৫ এপ্রিল ০১ ১৫:৫৩:২৫
নন্দীগ্রামে রাস্তার বেহাল দশা

নন্দীগ্রাম(বগুড়া) প্রতিনিধি : নানা সমস্যায় জর্জরিত হয়ে পড়েছে বগুড়ার নন্দীগ্রাম উপজেলা ও পৌরসভার অন্তর্ভূক্ত এলাকার রাস্তাগুলো। প্রায় ২৫০কিলোমিটার কাঁচা রাস্তা ও ৫০কিলোমিটার পাকা রাস্তার বেহাল দশা। স্থানীয় বাসষ্ট্যান্ডের প্রধান ফটক থেকে শুরু করে পৌরসভা এলাকার বিভিন্ন রাস্তা চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।

সূত্রমতে, এউপজেলায় ৩৭৬কিলোমিটার রাস্তা রয়েছে। এরমধ্যে কার্পেটিং রাস্তা রয়েছে ১০৬কিলোমিটার, সোলিং রাস্তা ২০ কিলোমিটার ও কাঁচা রাস্তা রয়েছে ২৫০কিলোমিটার।
সরেজমিন ঘুরে দেখা গেছে, উপজেলার পেংহাজারকি বটতলা থেকে দয়ালসাড়া, কুন্দারহাট থেকে মুরাদপুর, বাঁশবাড়িয়া মোড় থেকে চন্ডিপুর, দাশগ্রাম সানারপাড়া থেকে শালুকাপাড়া, গুলিয়া থেকে পারশুন, দমদমা থেকে নাগরকান্দি, পন্ডিতপুকুর থেকে চৌমূহনী ভায়া ত্রিমহনী, দামরুল ভায়া আমড়া গোহাইল, হাটকড়ই থেকে বৃকঞ্চি, থালতাহাট থেকে চাপাপুর, চাকলমা মোড় থেকে কল্যাণ-নগর, দূর্গাপুর থেকে নওশেতপুরসহ উপজেলার ২৫০কিলোমিটার রাস্তা কাঁচা রয়েছে। একটু বৃষ্টি হলেই এসব রাস্তা দিয়ে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচলে মারাত্মত বিঘ্ন ঘটে। নানা সমস্যায় পড়তে হয় স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক থেকে শুরু করে যানবাহন চালকদেরও।
এছাড়া উপজেলার নন্দীগ্রাম হতে শেরপুর, কদমকুড়ি মোড় হতে ধুন্দার বাজার, নামুইট হতে হাটকড়ই, শিমলা বাজার হতে পন্ডিতপুকুর, পৌরসভা এলাকার হিন্দুপাড়া থেকে ঢাকুইর, স্থানীয় বাসষ্ট্যান্ডের প্রধান ফটক হতে পুরাতন বাজার, পাইলট হাইস্কুল মোড় থেকে নামুইটসহ পৌরসভার বিভিন্ন রাস্তার যোগাযোগ ব্যবস্থা বেহাল অবস্থায় পড়ে রয়েছে। রাস্তাগুলোর অশংখ্য স্থানে ছোট-বড় খানাখন্দে পরিনত হয়েছে। বৃষ্টির দিনে খানাখন্দ পানি দিয়ে ভরাট হয়ে থাকে। ফলে দূর্ঘটনার কবলে পড়ছে স্কুল-কলেজের শিক্ষার্থী, যানবাহন ও যাত্রীরা।
বুড়ইল ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য নিখিল চন্দ্র বলেন, ধুন্দার বাজার হতে পেংহাজারকি যোগাযোগ রাস্তার কিছুটা পাকা রয়েছে। তারপরেও পাকা রাস্তাটির বেহাল অবস্থা। পেংহাজারকি গ্রামে ২৭টি মহল্যা (পাড়া) আছে। পেংহাজারকি গ্রামের শুরু থেকে দয়ালসাড়া বাজার পর্যন্ত রাস্তাটি কাঁচা। বৃষ্টির দিনে এই রাস্তা দিয়ে এলাকার জনসাধারনের চলাচলে মারাত্মক বিঘ্ন ঘটছে।
বুড়ইল উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলাউদ্দিন সরকার বলেন, দীর্ঘদিন ধরে নন্দীগ্রাম-শেরপুর সড়কটি বেহাল অবস্থায় পড়ে রয়েছে। কৈগাড়ী থেকে দোহার চারমাথা পর্যন্ত রাস্তার অশংখ্য স্থানে ছোটবড় খানাখন্দ রয়েছে। রাস্তার কার্পেটিং উঠে গেছে। যেকারণে স্কুল-কলেজের শিক্ষার্থীরা মাঝে মধ্যেই ছোট-বড় দুর্ঘটনার কবলে পড়ছে। এদিকে যেন দেখার কেউ নেই।
হাটকড়ই এলাকার আব্দুর রাজ্জাক বলেন, নামুইট থেকে শুরু করে হাটকড়ই রাস্তার বিভিন্ন স্থানে মৃত্যু ফাঁদে পরিনত হয়েছে। প্রায়ই ঘটছে দুর্ঘটনা। তবে কারো প্রাণহানীর ঘটনা না ঘটলেও দূর্ঘটনার আতঙ্কে থাকতে হচ্ছে স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকদের। আর কতদিন দূর্ঘটনার আতঙ্কে থাকতে হবে এমন প্রশ্ন অনেকের।
পৌরসভার এলাকাধিন পূর্বপাড়ার শিক্ষাণুরাগী এসএম ফারুক ঝন্টু বলেন, পৌর এলাকার প্রধান ফটকের ইসলাম লাইফ কেয়ার হাসপাতালের সামনের রাস্তার অবস্থা জরাজীর্ণ। বৃষ্টির দিনে পানি দিয়ে এই রাস্তা ভরাট হয়ে থাকে। ফলে পথচারিদের চলাচলের অযোগ্য হয়ে পড়ে রাস্তাটি। তাছাড়া নন্দীগ্রাম পাইলট হাইস্কুলের পেছন থেকে ২০শয্যা হাসপাতাল পর্যন্ত চলাচলের রাস্তার একেবাড়েই অবস্থাও নাজুক। তিনি বলেন, খুব শিঘগিরই এসব বেহাল অবস্থার রাস্তাগুলোর পুণ-সংস্কার করা প্রয়োজন। সবমিলিয়ে উপজেলা ও পৌরসভা এলাকার গণ-মানুষের একটাই দাবি- কবে হবে রাস্তার উন্নয়ন, আলোকিত হবে জনপদ, বাড়বে জীবন যাত্রার মান।
এপ্রসঙ্গে স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম তানসেন জানান, এউপজেলায় রাস্তাঘাটসহ বিভিন্ন সমস্যা রয়েছে। তবে সমস্যাগুলো সমাধানের জন্য বিভিন্ন মন্ত্রণালয়ে জানানো হয়েছে। অল্প সময়ের মধ্যেই জনগুরুত্বপূর্ণ সমস্যার সমাধানের চেষ্টা করছি।

(এনআই/পিবি/এপ্রিল ০১,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test