E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বামনায় ভিজিডি’র টাকা আত্মসাতের অভিযোগে আটক ২

২০১৫ এপ্রিল ০২ ১৭:১৮:৩০
বামনায় ভিজিডি’র টাকা আত্মসাতের অভিযোগে আটক ২

বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনা উপজেলার চার ইউনিয়নের দুই হাজার ৭২ জন  ভিজিডি’র উপকারভোগীর ১১ লক্ষাধিক টাকা আত্মসাৎ এর অভিযোগে বুধবার রাতে বরগুনা উইমেন ডেভেলপমেন্ট সোসাইটি(বি.ডব্লিউ.ডি.এস) এর দুই জন কর্মীকে আটক করে বামনা থানা পুলিশে সোপার্দ করেছে। আটককৃতরা হলো মোঃ বাবুল(৩৫) এবং আব্দুস সালাম(৪৫)।

জানাযায় মহিলা বিষয়ক অধিদপ্তরের অর্থায়নে ২০১৪-২০১৫ সালের ভিজিডি তালিকাভূক্ত নারীদের প্রশিক্ষনের জন্য বামনা উপজেলার দায়িত্ব প্রাপ্ত এনজিও বরগুনা উইমেন ডেভেলপমেন্ট সোসাইটি(বি.ডব্লিউ.ডি.এস) তাদের কাছ থেকে ২৪ মাসে ৪০টাকা করে প্রত্যেকের কাছ থেকে ৯৬০টাকা উত্তোলন করেছে। তাতে দুই হাজার ৭২ জন উপকারভোগীর কাছে ১৯ লাখ ৮৯ হাজার ১২০টাকা উত্তোলন করা হয়েছে। কিন্তু ব্যাংকে জমা দিয়েছে ৮লাখ ৮৩ হাজার ৯৪৫টাকা। বাকী ১১ লাখ ৫হাজার ১৭৫টাকা আত্মসাৎ করেছে। বুধবার উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ভিজিডি উপকারভোগীরা সঞ্চয় টাকা ফেরত নিতে এসে উপকারভোগীরা দেখতে পায় তাদের অধিকাংশের সঞ্চয় পাশ বইতে টাকা কম উঠানো হয়েছে। তাই টাকা ফেরত দিতে আসা বরগুনা উইমেন ডেভেলপমেন্ট সোসাইটি(বি.ডব্লিউ.ডি.এস) এর কর্মী মোঃ বাবুল(৩৫) এবং আব্দুস সালামকে(৪৫) বুকাবুনিয়া ইউনিয়ন পরিষদে আটক করে বামনা থানা পুলিশে সোপার্দ করে।
(এমএইচ/পিবি/এপ্রিল ০২,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test