E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে পুত্র হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

২০১৫ এপ্রিল ০৩ ১৪:৫১:৫৬
গৌরনদীতে পুত্র হত্যার অভিযোগে স্বামীর বিরুদ্ধে স্ত্রীর মামলা

আঞ্চলিক প্রতিনিধি, বরিশাল : ইউপি সদস্য পিতার বিরুদ্ধে নয় দিনের নবজাতক পুত্রকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করেছেন নবজাতকের মা। ঘটনাটি বরিশাল জেলার গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের পশ্চিম বেজহার গ্রামে। বৃহস্পতিবার দুপুরে আদালত মামলাটি নথিভূক্ত করার জন্য গৌরনদী  থানার ওসিকে নির্দেশ দেন।

উপজেলার চন্দ্রহার গ্রামের মৃত নুর ইসলাম খানের মেয়ে রেশমা বেগম জানান, একই উপজেলার পশ্চিম বেজহার গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে মাহিলাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক কামাল হোসেনের সাথে তার বিয়ে হয়। বিয়ের পর তিনি জানতে পারেন কামাল হোসেনের আগেও একটি বিয়ে রয়েছে। তিনি আরও জানান, বিয়ের পর সে অন্তঃস্বত্তা হন। একপর্যায়ে গত ১৪ মার্চ ইউপি সদস্য কামাল হোসেন তাকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ওইদিন গভীর রাতেই সিজার অপারেশনের মাধ্যমে তার (রেশমার) একটি পুত্র সন্তান জন্মগ্রহণ করে। রেশমা বেগম অভিযোগ করেন, হাসপাতাল থেকে তার স্বামী কামাল হোসেন ও তার সতীন রেকসোনা বেগম তাকে বাড়িতে নিয়ে আসেন।

গত ২৩ মার্চ ভোররাতে তারা পরিকল্পিত ভাবে নবজাতক শিশু পুত্রকে শ্বাসরোধ করে হত্যা করে তড়িঘড়ি করে দাফন করেন। এতে তিনি আরো অসুস্থ্য হয়ে পরেন। পরবর্তীতে সুস্থ হয়ে বিষয়টি তিনি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের জানালে কামাল তাকে বিভিন্ন ধরনের ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি প্রদর্শণ করেন। উপায়অন্ত না পেয়ে অসহায় রেশমা বেগম থানায় মামলা দায়ের করতে গেলে বিলম্বের কারনে পুলিশ মামলা না নিয়ে আদালতে মামলা করার পরামর্শ দেন। বরিশাল জজ কোর্টের আইনজীবী মো. ইউসুফ সালাম জানান,বিজ্ঞ আদালত মামলাটি এজাহার হিসেবে গ্রহন করার জন্য গৌরনদী থানার ওসিকে নির্দেশ প্রদান করেছেন। গৌরনদী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাজ্জাদ হোসেন এ প্রসঙ্গে বলেন, আদালতের নির্দেশ অনুযায়ী ব্যবস্থা গ্রহন করা হয়েছে।

(টিবি/এএস/এপ্রিল ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test