E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষতি, আহত ৪

২০১৫ এপ্রিল ০৩ ১৮:৫৮:৪১
কুমিল্লায় কালবৈশাখীর তাণ্ডবে ব্যাপক ক্ষতি, আহত ৪

নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা : কুমিল্লায় কালবৈশাখীর ঝড়ের তাণ্ডবে বিভিন্ন স্থানে ব্যাপক ক্ষতি হয়েছে। বৃহস্পতিবার রাতে হঠাৎ প্রচণ্ড দমকা বাতাস ও ঝড়ে শহরের জুয়েলারি দোকানসহ ৬টি দোকানের টিনের চালা উড়ে গেছে।

দুটি ব্যাংকের সাইনবোর্ড দুমড়ে মুচড়ে গেছে। এ সময় পথচারীসহ ৪জন আহত হয়েছে। কালবৈশাখীতে কুমিল্লা টাউন হল বইমেলার বিভিন্ন স্টল লণ্ডভণ্ড হয়ে যায়। বহু মূল্যবান বই বৃষ্টির পানিতে ভিজে নষ্ট হয়ে যায়।

বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, শহরের দিগম্বরী তলা এলাকায় একটি প্রাচীন গাছ বিদ্যুতের খুঁটিসহ রাস্তার ওপর উপড়ে পড়েছে। ছাতিপট্টি এলাকায় ক্রোকারিজ দোকান কিশোর স্টোর, জনতা বাসনালয়, তাপসী ভ্যারাইটি স্টোর, তানহা জুয়েলার্স ও পরিমল জুয়েলার্সের চৌচালা কালবৈশাখি ঝড়ে উড়ে গেছে। ছাতিপট্টি এলাকায় প্রাইম ব্যাংক শাখার বিশাল সাইনবোর্ড ও কাপড়িয়াপট্টি এলাকায় স্ট্যান্ডার্ড ব্যাংক শাখার সাইনবোর্ড দুমড়ে মুচড়ে রাস্তার ওপর পড়ে যায়। অপরদিকে কালবৈশাখী ঝড়ে উড়ে আসা বিশাল একটি টিনের চাল আহম্মদীয়া রেস্তোরার সামনে একটি বিদ্যুৎ খুঁটির ওপর এসে আটকা পড়ে।

এছাড়াও কালবৈশাখীর তাণ্ডবে নগরীর সংরাইশ এলাকায় গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে। হযরতপাড়ায় একটি বাড়ির চাল উড়ে এসে সড়কের উপর পড়লে দুজন পথচারী আহত হয়। নূরপুর এলাকায় একটি কাঁঠাল গাছও উপড়ে পড়ে।

এছাড়া নগরীর কান্দিরপাড় টাউন হলের সামনে ঝড়ে রিকশা উল্টে আরো ২জন পথচারী আহত হয়। ঝড়ের কবলে বিদ্যুৎ সরবরাহ বিপর্যস্থ হয়ে পড়ায় নগরীর বিভিন্ন এলাকা প্রায় পুরো রাত অন্ধকারে নিমজ্জিত থাকে। আচমকা কালবৈশাখীর তাণ্ডবে নগরীর বিভিন্ন স্থান ও সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নে ব্যাপক ক্ষতি হয়েছে বলে জানা গেছে। কালবৈশাখীর তাণ্ডবে কর্মস্থলে আটকে পড়া নগরবাসীকে বাড়ি ফিরতে যানবাহন সংকটে পড়ে দুর্ভোগ পোহাতে হয়।

(এইচকেজে/এএস/এপ্রিল ০৩, ২০১৫)

পাঠকের মতামত:

১০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test