E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মেঘনায় নৌ ডাকাতি, আহত ৯

২০১৪ মে ১৩ ১১:৫২:১৩
মেঘনায় নৌ ডাকাতি, আহত ৯

ভৈরব (কিশোরগঞ্জ)প্রতিনিধি : নৌ ডাকাতদের হামলায় মাঝি সহ ৯ যাত্রী আহত এবং মালামাল, নগদ অর্থ, মোবাইল ফোন ও স্বর্নালঙ্কার লুট করে ডাকাত দল। সোমবার বিকালে ভৈরব বাজার মেঘনা নদীর পাড়ে আশুগঞ্জ বন্দরের অদূরে কালা সুতার খাল নামক স্থানে ভাই ভাই নৌকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

গুরুতর আহত নৌকার মাঝি আজিজুর রহমান (৩৫) কে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সে জানায়, ভৈরব থেকে অরুয়াইল গামী ওই নৌকায় যাত্রীবেশী ৬ জন ডাকাত আশুগঞ্জ ঘাট থেকে উঠে। নৌকা ছাড়ার কিছুক্ষণ পরই ডাকাতরা চাপাতি, দা ও চাইনিজ কুড়াল দিয়ে যাত্রীদের উপর আক্রমণ করে।

এতে নৌকার স্টাফ বিল্লাল মিয়া (৩৭) ও আবু মিয়া (৩৩) সহ আরো ৬ যাত্রী আহত হয়েছে। আহতদের ভৈরব, আশুগঞ্জ ও বি-বাড়িয়া হাসপাতালে ভর্তি করা হয়। ডাকাতদল ৩ মহিলা যাত্রীর কাছ থেকে প্রায় ৪ ভরি স্বর্নালঙ্কার ছিনিয়ে নেয়। এ ছাড়া নগদ ৪৫ হাজার টাকা, ১৫ টি মোবাইল ফোন সেট ও নৌকা থেকে প্রায় ৬০ হাজার টাকার মালামাল লুট করে নৌকা যোগে পালিয়ে যায়।

এ ব্যাপারে অরুয়াইল বাজার কমিটির সভাপতি মোঃ আবু তালেব মিয়া জানান, মঙ্গলবার থেকে ভৈরব থেকে অরুয়াইল গামী ২০ টি নৌকা যাতায়াত বন্ধ রয়েছে। গত ১ মাসে একই স্থানে ৬/৭ টি নৌ ডাকাতির ঘটনা ঘটেছে। ফলে বিভিন্ন নৌ পথের নৌকা মালিকরা অতিষ্ট হয়ে নৌযান চলাচল বন্ধ করে দিয়েছে।

ডাকাতি চলতে থাকলে যে কোন সময় বন্ধ হতে পারে শত শত নৌযান। এ ব্যাপারে প্রশাসনকে বারবার জানানো হলেও কোন প্রতিকার নেই।

(এআর/জেএ/মে ১৩, ২০১৪)

পাঠকের মতামত:

২৫ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test