E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কুষ্টিয়ায় এহসান এস বাংলাদেশ নামের চিটফান্ডের কোটি টাকা লোপাট

২০১৫ এপ্রিল ০৪ ১৭:০০:৩৮
কুষ্টিয়ায় এহসান এস বাংলাদেশ নামের চিটফান্ডের কোটি টাকা লোপাট

কুষ্টিয়া প্রতিনিধি :এহসান এস বাংলাদেশ। একটি চিটফান্ডের নাম। কুষ্টিয়া শহরের গ্রাহকদের কোটি টাকা হাতিয়ে নিয়ে উধাও হয়ে গেছে। এটি কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের পাশে মঙ্গলবাড়িয়া এলাকায় একতলা বাড়িতে এর কার্যক্রম শুরু করে।

বর্তমানে প্রায় তিন মাস ধরে বাড়িটির প্রধান কার্যালয়ের ফটকে তালা ঝুলিয়ে দিয়ে সবাই পালিয়েছে। বাড়িটির আশেপাশের বাসিন্দারা জানান, একসময় এখানে মানুষের আনাগোনা ছিল প্রচুর। তিন মাস হলো সবাই চলে গেছেন। এহসান এস বাংলাদেশ নামের একটি প্রতিষ্ঠান প্রায় আট বছর আগে বাড়িটি কিনে কার্যালয় বানিয়েছিল। প্রায় তিন মাস আগে প্রতিষ্ঠানটি এলাকার কয়েক হাজার গ্রাহকের কোটি টাকা হাতিয়ে নিয়ে চলে গেছে। এখন প্রতিষ্ঠানটির হাজারো গ্রাহক দিশেহারা হয়ে পড়েছে।

মঙ্গলবাড়িয়া এলাকার বাসিন্দা একাধিক ভুক্তভোগী গ্রাহক জানান, এহসান এস বাংলাদেশ প্রতিষ্ঠানটির সঙ্গে কুষ্টিয়া জেলার বিত্তশালীদের পাশাপাশি মাদ্রাসা শিক্ষক, মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঠকর্মী হিসেবে কাজে নেওয়া হয়েছিল। মঙ্গলবাড়িয়া এলাকার বাসিন্দা খোরশেদ আলম এই প্রতিষ্ঠানটি গড়তে সহায়তা করেছিলেন। খোরশেদ আলম স্থানীয় মঙ্গলবাড়িয়া জামে মসজিদের সভাপতি।

খোরশেদ আলম জানান, এহসান এস বাংলাদেশ দেশের অনেক জেলায় কাজ করেছিল। কুষ্টিয়া অঞ্চলে তাঁরই তত্ত্বাবধানে মঙ্গলবাড়িয়া এলাকায় বাড়িসহ জমি কিনে কার্যালয় করা হয়েছিল। সেখানে একজন ব্যবস্থাপকসহ আরও তিনজন কর্মকর্তা ছিলেন।
এই কার্যালয়ে অল্প সময়ে প্রায় চার হাজার আমানতকারী গ্রাহক তৈরি হয়ে যায়। এদের কাছ থেকে টাকা সংগ্রহ ও নিয়ন্ত্রণ করতে মাঠপর্যায়ে প্রায় ৩০ জন মাঠকর্মী কাজ করতেন। প্রতিষ্ঠানটির বিভিন্ন জেলায় ঝামেলা হওয়ায় ডিসেম্বর মাসের দিকে কুষ্টিয়ার ব্যবস্থাপক হঠাৎ পালিয়ে যান। তাঁর মুঠোফোন আজও বন্ধ রয়েছে।

আমানতকারীরা জানান, এক বছর মেয়াদি সঞ্চয়ে প্রতি লাখে মাসে ১ হাজার ৪০০ টাকা, দুই বছর মেয়াদি সঞ্চয়ে প্রতি লাখে মাসে ১ হাজার ৫০০ টাকা এবং তিন বছর মেয়াদি সঞ্চয়ে ১ লাখ টাকায় ১ হাজার ৬০০ টাকা সুদ দিত। এ লোভনীয় সুদে কারবারে আকৃষ্ট হয়ে কুষ্টিয়ার প্রায় ৪ হাজার মানুষ সহায় সম্বল বিক্রি করে মাঠকর্মীদের কাছে টাকা জমা দিতেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এহসান এস বাংলাদেশের দুজন মাঠকর্মী জানান, প্রতিষ্ঠানটির সরকারি অনুমোদন আছে কি না, তা তাঁদের জানা নেই।

এহসান এস বাংলাদেশ’র কুষ্টিয়া অঞ্চলের মাঠকর্মী খোরশেদ আলম বর্তমানে কুষ্টিয়া কার্যালয়ের জমির মালিক দাবি করে বলেন, ঘটনার পর থেকে প্রতিষ্ঠানটির সবাই পালিয়ে গেছেন।
কুমারখালি প্রেসক্লাবের ৩০ এপ্রিল নির্বাচন
কুষ্টিয়া প্রতিনিধিঃ কুষ্টিয়ার কুমারখালি প্রেসক্লাবে ব্যপক আনুষ্ঠানিকতার মধ্যদিয়ে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আগামী ৩০ এপ্রিল নির্বাচনের দিন ঘোষণা করে কুমারখালি প্রেসক্লাবের ত্রি-বার্ষিক নির্বাচনী তফসিল ঘোষনা করা হয়েছে।

শুক্রবার রাতে প্রেসক্লাব ভবনে আনুষ্ঠানিকভাবে তফসিল ঘোষণা করেন নির্বাচনী পরিচালনা কমিটির চেয়ারম্যান ও কুমারখালি জে,এন, মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মকছেদ আলী।
আলোচনা করেন কুমারখালি পৌরসভার মেয়র ও কুমারখালি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুজ্জামান অরুন। এসময় কুমারখালি প্রেসক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

(কেকে/এসসি/এপ্রিল০৪,২০১৫)



পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test