E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আশাশুনিতে কালী প্রতিমাসহ ছয়টি মুর্তি ভাঙচুর

২০১৫ এপ্রিল ০৫ ১২:১৬:৪৪
আশাশুনিতে কালী প্রতিমাসহ ছয়টি মুর্তি ভাঙচুর

সাতক্ষীরা প্রতিনিধি :দুর্বত্তরা মন্দিরের গ্রীল ভেঙে কালীমুর্তিসহ ছয়টি মুর্তি ভাঙচুর ‘করেছে। শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২ টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার শ্রীউলা ইউনিয়নের কলিমাখালি গ্রামে এ ঘটনা ঘটে।

কলিমাখালি সার্বজনিন কালীমন্দির পরিচালনা কমিটির সভাপতি ও মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত সহকারি শিক্ষক পরিমল কুমার ম-ল জানান, শুক্রবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে একদল দুর্বত্ত কালী মন্দিরের পুরাতন গ্রীল ভেঙে ভিতরে ঢোকে। পরে তারা কালীমুর্তিসহ আরো পাঁচটি মুর্তি ভাঙচুর করে। চলে যাওয়ার আগে তারা পূজা অর্চনার বিভিন্ন সামগ্রী লুট করে। ভাঙচুরের পরপরই মন্দিরের পার্শ্ববর্তী লোকজন খবর পেয়ে তাকে অবহিত করে।

আশাশুনি থানার উপপরিদর্শক ইলিয়াস হোসেন প্রতিমা ভাঙচুরের সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় পরিমল কুমার ম-ল বাদি হয়ে শনিবার দুপুরে থানায় একটি মামলা দায়ের করেছেন।


( আরএনকে/এসসি/এপ্রিল০৫,২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test