E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শেরপুরের কৃতি শিক্ষার্থীদের উদ্দীপনা বৃত্তি প্রদান

২০১৫ এপ্রিল ০৫ ১৬:৩১:২০
শেরপুরের কৃতি শিক্ষার্থীদের উদ্দীপনা বৃত্তি প্রদান

শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে ঐতিহ্যবাহী তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে জেএসসি পরীক্ষার ফলাফলে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের বিশেষ উদ্দিপনা বৃত্তি প্রদান করা হয়েছে। ওই বিদ্যালয়ের প্রাক্তন কৃতি ছাত্র সড়ক ও জনপথ অধিদপ্তরের (সওজ) অবসরপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী বিশ্বজিৎ দে এ উদ্দীপনা পুরস্কার প্রদান করেন।

৫ এপ্রিল রবিবার বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত এ বৃত্তিপ্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান শিক্ষক হারুন অর রশীদ। এসময় বৃত্তি প্রদানকারী প্রকৌশলী বিশ্বজিৎ দে, হিরন্ময়ী উচ্চ বিদ্যালয়ের অবসর প্রাপ্ত শিক্ষক রাধা বিনোদ দে, শিক্ষক আব্দুল করিম, প্রেসক্লাব আহবায়ক এম এ হাকাম হীরা, অ্যাডভোকেট হাফিজুর রহমান, শিক্ষক নেতা তৌহিদুল ইসলাম খোকন প্রমুখ বক্তব্য রাখেন। অনুষ্ঠানে স্কুলের শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় সুধিবৃন্দরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নালিতাবাড়ী উপজেলায় জেএসসিতে প্রথম স্থান অধিকারী রুহুল আমিন রিফাতকে নগদ পাঁচ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারী মো. ফারুক হোসেনকে চার হাজার টাকা ও তৃতীয় স্থান অধিকারী আব্দুল্লাহেল বাকীকে তিন হাজার টাকা এককালীণ বৃত্তি প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রকৌশলী বিশ্বজিৎ দে ঘোষণা দেন, প্রতি বৎসর জেএসসি পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী মেধাবী শিক্ষার্থীদের এ উদ্দীপনা বৃত্তি প্রদান করা হবে।

(এইচবি/পিবি/ এপ্রিল ০৫,২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test