E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শিবচরে প্রায়ই ঘটছে চুরি-ডাকাতি

২০১৫ এপ্রিল ০৫ ২০:৪৮:২৪
শিবচরে প্রায়ই ঘটছে চুরি-ডাকাতি

মাদারীপুর প্রতিনিধি : জেলার শিবচর উপজেলার বর্তমান আইনশৃংখলা পরিস্থিতির চরম অবনতি ঘটেছে। পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে প্রায় প্রতি রাতেই ঘটছে চুরি-ডাকাতি।

এ বছরের শুরু থেকে গত ৩ মাসে সংঘঠিত কোনো অপরাধেরই সুষ্ঠু সুরাহা বা অপরাধী চক্রকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। চলতি বছরের ১ জানুয়ারি বাঁচামারা গ্রামে জোড়া হত্যা ও তার কিছুদিন পরে ২২ জানুয়ারি রাতে ভদ্রাসন গ্রামের অনিল সাহার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে।

এ সময় জাহাঙ্গীর হোসেন নামের এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করে ডাকাতরা। ভদ্রাসনের খুনসহ ডাকাতির মালামাল উদ্ধার করা কিংবা ডাকাত চক্রকে সনাক্ত করতে পারেনি পুলিশ। গত ৩ মাসে বাঁচামারা গ্রামের জোড়া হত্যা সঙ্গে জড়িত এজাহারভুক্ত কোন আসামীকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।

এছাড়া ভাদ্রাসন বিস্কুট ফ্যাকট্যারির মালিক জাহাঙ্গীরকে কুপিয়ে হত্যার ঘটনায় ৩ জনকে আটক করা হলে ও খুনের রহস্য উদঘাটন করতে পারেনি পুলিশ।

এলাকাবাসীর অভিযোগ, শিবচর থানা থেকে মাত্র দেড়শত গত দূরে আওয়ামী লীগ নেতা সাবেক শিবচর ইউপি চেয়ারম্যান শাজাহান খানের বাড়ি থেকে গত ২৪ মার্চ রাতে তার ছোট ভাই খোকন খানের একটি মোটর সাইকেল, থানার পিছনে মাত্র ২শ’ গজ দূরে শিবচর উপজেলা কমান্ড কাউন্সিলের ডেপুটি কমান্ডার কামরুজ্জামানের বাড়ি থেকে গত ২১ মার্চ রাতে মোটরসাইকেল চুরি হয়।

গত ২০ মার্চ শুক্রবার রাতে বাঁচামারা গ্রামের সৌদি প্রবাসী রাজ্জাক মিয়ার বাড়িতে এক দূর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটে।

গত ১২ মার্চ রাতে শিবচর প্রেসক্লাবের সভাপতি ও যুগান্তর পত্রিকার শিবচর প্রতিনিধি এ কে এম নাসিরুল হকের বাসার নিচের ক্যাসি গেটের তালা ভেঙ্গে গ্রেজ থেকে তার ব্যবহৃত মোটরসাইকেল, গত ১৮মার্চ রাতে পৌর এলাকার শিবচর-পাচ্চর সড়কের গুয়াতলা গ্রামের মো. সেলিম খানের বাসা ২টি মোটরসাইকেল চুরি হয়।

সুরক্ষিত পাকারভবনের গেটের তালা ভেঙ্গে মোটরসাইকেল চুরির ঘটনার সাধারণ মানুষের মধ্যে তীব্র ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে। পৌর এলাকায় টহল পুলিশের কর্তব্য নিয়ে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। এছাড়া গত ২ মাসে শিবচরে প্রায় অর্ধশত মোটর সাইকেল চুরির ঘটনা ঘটেছে। মোটরসাইকেল চুরির সঙ্গে প্রায় ১০টি চোরাই সিন্ডিকেট সক্রিয় হয়ে উঠেছে বলে এলাকাবাসীর অভিযোগ।

গত ১৯ ফেব্রেয়ারি তারিখে শিবচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রাজনের বাড়িতে বড় ধরনের চুরি হয়, শিবচর পৌরভার ৩নং ওয়ার্ডের সৌদি প্রবাসী সিরাজুল ইসলামের বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। এসময় ডাকাতরা প্রায় ১০ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। গত ১৪ মার্চ শিবচর পৌর বাজারের একটি মোবাইলের দোকানে রাতে চুরি হয়। চোরেরা রাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার পাকা ভবনের কলাবসিবল গেটের তালা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে।

এ রির্পোট লেখা পর্যন্ত চুরি হওয়া কোনো মোটর সাইকেলের সন্ধান করতে পারেনি পুলিশ। পুলিশ কোনো পদক্ষেপ নিতে পারেছে না।

শিবচর থানার অফিসার ইনচার্জ আবদুস সাত্তার মিয়ার নিস্ক্রিয়তাকে দায়ী করছেন বিভিন্ন মামলা বাদী ও এলাকার ভুক্তভোগী ও সাধারণ মানুষ।

নাম প্রকাশে অনিচ্ছুক শিবচর থানার মামলার তদন্তকারী কর্মকর্তা একজন এসআই ও মামলার বাদী জানান, হত্যা মামলার বাদীর তথ্যমতে আসামী গ্রেফতার করতে গিয়ে এজাহারভুক্ত আসামীদের হাতের কাছে পেলেও ওসি স্যারের (আবদুস সাত্তার মিয়া) নিদের্শে তাৎক্ষণিক গ্রেফতার করা সম্ভব হয় নাই।

শিবচর পৌর এলাকাসহ বিভিন্ন স্থানে আইনশৃংখলা পরিস্থিতির অবনতি হওয়ায় উপজেলা আইনশৃংখলা কমিটির মাসিক সভার শিবচর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রেজাউল করিম তালুকদার অসন্তোষ প্রকাশ করেন। পুলিশকে আরও সতর্ক হওয়ার অনুরোধ করেন।

আইনশৃংখলা কমিটির সভাপতি বিএম দেলোয়ার হোসেন বলেন-আগে আইনশৃংখলা পরিস্থিতি ভাল ছিল। কিন্তু সম্প্রতি এলাকায় চুরি ডাকাতি বেড়ে গেছে।

এ ব্যাপারে মাদারীপুরেরর সহকারী পুলিশ সুপার এবি সিদ্দিক জানান, শিবচর উপজেলার ১৯টি ইউনিয়নে একটি থানাসহ প্রায় ৮টি পুলিশ ফাড়ি ও তদন্ত কেন্দ্র রয়েছে। কিন্তু কেন যেন কিছদিন ধরে শিবচরের চুরি ডাকাতির ঘটনা বেড়ে গেছে। প্রতিটি পুলিশ ফাড়ি ও থানার ওসিকে আরও টহল ব্যবস্থা বাড়ানোর নির্দেশ প্রদান দেয়া হয়েছে।

(একেএসএইচ/এটিআর/এপ্রিল ০৫, ২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test