E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ভাঙ্গায় ‘সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ’ পত্রিকার ক্রেষ্ট প্রদান

২০১৫ এপ্রিল ০৬ ১৭:০৩:৫১
ভাঙ্গায় ‘সাপ্তাহিক ভাঙ্গার কন্ঠ’ পত্রিকার ক্রেষ্ট প্রদান

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় স্থানীয় কফি হাউস রেষ্টুরেন্টে ‘সাপ্তাহিক ভাঙ্গায় কন্ঠ’ পত্রিকার উদ্যোগে শিক্ষা, সংস্কৃতি, সাহসী সাংবাদিকতা সহ সমাজের বিভিন্ন বিষয়ে অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯ জনকে সমমনা ক্রেষ্ট প্রদান করা হয়।

সোমবার এ উপলক্ষ্যে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে সাহসী লেখনীর জন্য দৈনিক সংবাদ প্রতিদিন ও মাইটিভি ভাঙ্গা প্রতিনিধি মো: সরোয়ার হোসেন, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়সহ ১৯জনকে সমমনা ক্রেষ্ট প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান মো: শাহাদাৎ হোসেন বিশেষ অতিথি ছিলেন ভাঙ্গা পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হায়দার হোসেন, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও ভাঙ্গার কন্ঠ পত্রিকার সম্পাদক মজিবর মুন্সি, সাবেক সভাপতি এশিয়ান টিভির জেলা প্রতিনিধি মো: সিরাজুল ইসলাম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক দৈনিক সমকাল প্রতিনিধি প্রফেসর মিজানুর রহমান, সাংবাদিক মামুন অর রশিদ, মনিরুজ্জামান মনির, আ: রহিম, জাহিদ মুন্সি, বিভিন্ন পেশার নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমূখ। প্রধান অতিথি উপজেলা চেয়ারম্যান মো: শাহাদাৎ হোসেন তার বক্তব্যে, সাংবাদিকদের ঐক্যবদ্ধ হবার উপর গুরুত্বারোপ করে বলেন, সবাইকে সাথে নিয়ে দুর্ণীতি মুক্ত উপজেলা গড়ার পাশাপাশি ভাঙ্গায় কর্মরত সাংবাদিকদের জন্য অবিলম্বে একটি ভবণ নির্মাণ করার প্রতিশ্রুতি দেন।
(এসডি/পিবি/ এপ্রিল ০৬,২০১৫)

পাঠকের মতামত:

২০ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test