E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে জাল টাকা ও মাদক ব্যবসায়ীর ৫ দিনের  রিমান্ড মঞ্জুর

২০১৫ এপ্রিল ০৮ ২২:৫১:০৪
গৌরনদীতে জাল টাকা ও মাদক ব্যবসায়ীর ৫ দিনের  রিমান্ড মঞ্জুর

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):বরিশাল জেলার গৌরনদী থানায় ধৃত তিন লাখ টাকার জাল নোট, আড়াই’শ বোতল ফেনসিডিল ও হত্যা মামলার ফেরারী আসামিসহ তিনজনের গতকাল বুধবার বিকেলে ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছে বরিশাল চিফ জুডিশিয়াল আদালত। রিমান্ডের আসামি  হলো, হত্যা, ব্যাংক ডাকাতিসহ একাধিক ডাকাতি ও ধর্ষণ মামলার ফেরারী আসামি আবু বক্কর মুন্সি (২৮), মাদক ব্যবসায়ী রবিউল ইসলাম (২৫) ও শহর আলী (২২)।

র‌্যাব-৮ এর ক্যাপ্টেন আবুল বাশার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে উপজেলার টরকী বন্দর বাসষ্ট্যান্ট সলংগ্ন নিলখোলা এলাকা থেকে হত্যা, ডাকাতি, ধর্ষণের একাধিক মামলার আসামি আবু বক্কর মুন্সিকে আটক করা হয়। আবু বক্কর উপজেলার কমলাপুর গ্রামের মৃত বেলায়েত মুন্সির ছেলে। ২০০২ সালে আবু বক্কর পার্শ্ববর্তী কালকিনি উপজেলার গোপালপুর ইউনিয়নের ধুলুক গ্রামে টাকা নিয়ে ফেরার সময় প্রকাশ্য দিবালোকে গ্রামীণ ব্যাংকের ভূরঘাটা মজিদবাড়ি শাখার কর্মকর্তা রফিকুল ইসলামকে গুলি করে হত্যা করে টাকা ছিনিয়ে নেয়। ওই মামলায় সে ফেরারী আসামি।

এছাড়াও তার বিরুদ্ধে একাধিক ডাকাতি ও ধর্ষণের মামলা রয়েছে। আবু বক্কর মুন্সি’র শরীর তল্লাশী করলে র‌্যাব তিন লক্ষ টাকার জাল নোট উদ্ধার করে। তার স্বীকারোক্তি অনুযায়ি রবিউল ও শহরআলীসহ আড়াই’শ বোতল ফেনসিডিলসহ আটক করে। মামলার তদন্তকারি কর্মকর্তা গৌরনদী থানার উপপরিদর্শক জুবায়ের জানান, আসামিদের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করা হয়। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোস্তাফিজুর রহমান ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন ।

(টিবি/এসসি/এপ্রিল০৮,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test