E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বেনাপোল সীমান্তে ১৩ নারী-পুরুষকে আটক

২০১৫ এপ্রিল ০৯ ১৩:১০:৩৯
বেনাপোল সীমান্তে ১৩ নারী-পুরুষকে আটক

বেনাপোল (যশোর) প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্ত পথে ভারতে যাওয়ার সময় বাংলাদেশী ১৩ নারী-পুরুষকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।  তবে এ সময় কোন পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।

বৃহস্পতিবার সকাল ৭টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের পুটখালী থেকে তাদের আটক করা হয়।

আটক নারী-পুরুষরা হলেন-খুলনার যতিন্দ্ররায়ের ছেলে উজ্জ্বল রায় (৪২), উজ্জ্বল রায়ের স্ত্রী সাথী রায় (২৭), প্রফুল্ল রায়ের ছেলে রবি রায় (৭০), রবি রায়ের স্ত্রী চম্পা রানী (৫৫), কালিপদের স্ত্রী দিপালী রানী (৫৫), বাগেরহাটের নূর মোহাম্মদের স্ত্রী কদবানু (৫০), কালাচাঁন সরকারের স্ত্রী চারুলতা সরকার (৩৫), গৌরপদের স্ত্রী সুমিত্রা (৬০), যশোরের ওসমান আলীর ছেলে জাকির হোসেন (২০), পিরোজপুরের নবীন্দ্রনাথের ছেলে লিটন বওয়ালী (২৭), সনাতন গইনের স্ত্রী পারুল গাইন (৩৭), মনিন্দ্র রায়ের স্ত্রী কমলা রায় (৬৫) ও রবীন্দ্রনাথের স্ত্রী আরতী বওয়ালী (৩৭)।

বেনাপোল পোর্ট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপূর্ব হাসান জানান, আটক নারী-পুরুষ সীমান্ত পথে ভারতে প্রবেশের চেষ্টা করলে বিজিবি সদস্যরা তাদের আটক করে পোর্ট থানায় সোপর্দ করে।

তাদের বিরুদ্ধে অবৈধ পারাপার আইনে (১১ সি) মামলা দিয়ে দুপুরে যশোর আদালতে পাঠানো হবে জানায় বিজিবি।

(জেকেএম/পিবি/ এপ্রিল ০৯, ২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test