E Paper Of Daily Bangla 71
Sikdar Dental Care

For Advertisement

Mobile Version

ফরিদপুরে এক সন্ত্রাসী গ্রেফতার

২০১৫ এপ্রিল ১০ ১৫:২১:৩৮
ফরিদপুরে এক সন্ত্রাসী গ্রেফতার

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর র‌্যাবের একটি দল গত বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৭টার সময় মধুখালী উপজেলার ডুমাইন পশ্চিমপাড়া গ্রামের মো. সাজ্জাদ শেখকে তার নিজ বসত বাড়ির মধ্যে হতে ১টি বিদেশী রিভলবার এবং ১টি শুটারগানসহ গ্রেফতার করেছে।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের সিনি. এএসপি মো. আমিনুর রহমান ও এএসপি মো. শামীম কুদ্দুছ ভূঁইয়া এর নেতৃত্বে র‌্যাবের দলটি সন্ধ্যা সোয়া ৭টার উক্ত বাড়ির ভিতরে প্রবেশ করাকালে র‌্যাবের উপস্থিতি টের পেয়ে উক্ত বাড়ির টিনের তৈরি ঘরের মধ্যে হতে একজন ব্যক্তি বের হয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে দলের সদস্যগণ তাৎক্ষনিকভাবে তাকে ঘেরাওপূর্বক আটক করে।

আটককৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদে তার নাম সাজ্জাদ শেখ (৪০), পিতা-মো. আবু বক্কর শেখ, সাং-ডুমাইন পশ্চিম পাড়া, থানা-মধুখালী, জেলা-ফরিদপুর বলে জানায়। উদ্ধারকৃত অস্ত্র দুইটি সম্পর্কে ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, সে অস্ত্রধারী সন্ত্রাসী এবং দীর্ঘদিন যাবৎ এলাকায় অস্ত্রের মুখে ভয়ভীতি দেখিয়ে সন্ত্রাসী কার্যকলাপ করে আসছে। এ ব্যাপারে পরবর্তী আইনী কার্যক্রম প্রক্রিয়াধীন বলে জানিয়েছে র‌্যাব।

(এসডি/এএস/এপ্রিল ১০, ২০১৫)

পাঠকের মতামত:

২৪ জানুয়ারি ২০২৫

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test