E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায় হিন্দু পরিবার ও মন্দিরে হামলা

২০১৫ এপ্রিল ১১ ১৬:৪২:২২
বরগুনায় হিন্দু পরিবার ও মন্দিরে হামলা

বরগুনা প্রতিনিধি :বরগুনার আমতলী উপজেলার হলদিয়া ইউনিয়নের উত্তর টেপুরা গ্রামে শুক্রবার রাতে শংকর ব্যাপারী নামের এক ব্যক্তির পরিবারে সন্ত্রাসীরা হামলা চালিয়ে বাড়িঘর লুটপাট ও মন্দির ভাঙচুর করেছে। সন্ত্রাসীরা গভীর রাতে তার চার একর ক্ষেতের কয়েক হাজার তরমুজ কুপিয়ে নষ্ট করেছে।

স্থানীয়রা জানায়, উত্তর টেপুরা গ্রামের সালাম মৃধা ও তার ছেলে রিয়াজ মৃধা দীর্ঘদিন ধরে স্থানীয় হিন্দু পরিবারগুলোকে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল।

শুক্রবার বিকেলে বাড়ির পাশের একটি মাঠে গরু আনতে গেলে শংকর ব্যাপারীকে তারা লোকজন নিয়ে ধাওয়া করে। এসময় শংকর ব্যাপারী দৌড়ে রাধাগোবিন্দ মন্দিরের ভেতরে এসে আশ্রয় নেয়। শংকর ব্যাপারীর স্বজনরা তাকে রক্ষা করতে এগিয়ে এলে মন্দিরের ভেতরে সবাইকে সন্ত্রাসীরা অবরুদ্ধ করে রাখে। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য, গ্রাম পুলিশ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ তাদের উদ্ধার করে। পরে গভীর রাতে পূণরায় রিয়াজ মৃধা ঐসব পরিবারে হামলা করে মারধর ও লুটপাট চালায়। বাড়ির মন্দিরের বেড়া কুপিয়ে নষ্ট করে এবং শংকর ব্যাপারীর চার একর ক্ষেতের প্রায় সাত হাজার তরমুজ কুপিয়ে নষ্ট করে।

এ ঘটনায় হামলাকারী আ. সালাম (৫০), পরাণ (৪০), লোকমান চৌকিদার (৪৫), আ. সালামের স্ত্রী রাহিমা বেগম (৪৫), ও তার পুত্রবধু রাশেদা বেগম (২০) মোট পাঁচজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমতলী পুলিশ জানিয়েছে। তবে ঘটনার মূল হোতা রিয়াজকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে আমতলী থানার ওসি সুকুমার রায় জানিয়েছেন।

বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম, পুলিশ সুপার মো. সাইফুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন। পুলিশ সুপার জানান, নির্যাতিত পরিবারগুলোর নিরাপত্তায় কড়া নজরদারি রাখা হয়েছে। জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম জানান, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন এবং স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় ক্ষতিগ্রস্থ মন্দির ইতোমধ্যেই সংস্কার করা হয়েছে। ক্ষতিগ্রস্থদের সহযোগিতায় সম্ভব সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখা হবে।



(এমএইচ/এসসি/এপ্রিল১১,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test