E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অভিযুক্ত বাস চালক বরিশালে আটক

২০১৫ এপ্রিল ১১ ২৩:১০:১৬
ভাঙ্গায় সড়ক দুর্ঘটনায় অভিযুক্ত বাস চালক বরিশালে আটক

আঞ্চলিক প্রতিনিধি(বরিশাল):ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুরের ভাঙ্গা উপজেলার কৈডুবি নামকস্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ২৫ জন নিহতের ঘটনার মামলায় অভিযুক্ত বাস চালক জাকির হোসেনকে বরিশাল শেবাচিম হাসপাতাল থেকে গ্রেফতার করা হয়েছে। শনিবার দুপুরে ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. হোসেন সরকার জানান, বুধবার রাত নয়টায় ঢাকা থেকে পটুয়াখালীর কলাপাড়ার উদ্দেশ্যে যাত্রী নিয়ে রওয়ানা হয়েছিল সোনারতরী পরিবহনের (ঢাকা মেট্রো-ব-১৪৭০৭৪) পরিবহনটি। পথিমধ্যে রাত দেড়টার দিকে ভাঙ্গার কৈডুবি নামকস্থানে চালক নিয়ন্ত্রন হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে পরিবহনটি দুর্ঘটনায় পতিত হয়। এতে ঘটনাস্থলেই ২৫ জন যাত্রী নিহত হয়েছেন। আহত হয় আরও ২ জন।

এ ঘটনায় বৃহস্পতিবার বেলা ১১ টায় ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশের এস.আই মমিনুল হক বাদি হয়ে চালক মো. জাকির হোসেনকে অভিযুক্ত করে মামলা দায়ের করনে। ওই মামলায় চালক জাকির হোসেনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত চালক জাকির হোসেন (৪০) পটুয়াখালীর কলাপাড়া উপজেলার রহমতপুরনীলগঞ্জ গ্রামের জয়নাল আবেদীন হাওলাদারের পুত্র। দুর্ঘটনার পর ওইদিন ভোর রাতে সে (জাকির) নিজেকে বাঁচাতে গাড়িতে ডাকাত পড়ার কথা রটিয়ে দিয়ে নিজে আহত হয়ে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন।

(টিবি/এসসি/এপ্রিল১১,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test