E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে বড়লেখায় মিষ্টি বিতরণ

২০১৫ এপ্রিল ১২ ১৫:৫৭:১৫
কামারুজ্জামানের ফাঁসি কার্যকরে বড়লেখায় মিষ্টি বিতরণ

বড়লেখা (মৌলভীবাজার) প্রতিনিধি : যুদ্ধাপরাধী কামারুজ্জামানের ফাঁসি কার্যকরের সংবাদে স্বস্থি প্রকাশ করে বড়লেখায় আনন্দ মিছিল, পথসভা ও মিষ্টি বিতরণ করেছে ছাত্রলীগ। রবিবার দুপুরে পৌর শহরে আনন্দ মিছিল করে তারা। মিছিল পরবর্তী পথসভা করা হয়। এসময় মিষ্টি বিতরণও করা হয়।

আনন্দ মিছিল পরবর্তী সভায় বক্তারা বলেন, এই রায় কার্যকরের মাধ্যমে একজন কুখ্যাত নরঘাতকের শাস্তি নিশ্চিত করলো বাংলাদেশ। এটি বাংলাদেশের জন্য একটি বিরাট মাইলফলক।
এর মাধ্যমে বিচারহীনতার সংস্কৃতি থেকে বেরিয়ে আসা সম্ভব হবে। এই রায় কার্যকর মুক্তিযুদ্ধের চেতনায় বাংলাদেশ গড়ার পথে একটি গুরুত্বপূর্ণ প্রদক্ষেপ। বক্তারা অভিলম্বে যুদ্ধাপরাধী সংগঠন জামায়াত ইসলামকে নিষিদ্ধেরও দাবি জানান।
আনন্দমিছিল পরবর্তী সভায় উপজেলা ছাত্রলীগ সভাপতি তানিমুল ইসলাম তানিমের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন। এছাড়া বক্তব্য রাখেন সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক ইমদাদুল ইসলাম সজল, যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ্ আহমদ জুয়েল, উপজেলা ছাত্রলীগ সহ সভাপতি চম্পক দাস, সঞ্জয় দাস, সাধারণ সম্পাদক সাহেদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল হাফিজ, সাংগঠনিক সুমন আহমদ, তারিকুল ইসলাম তারেক, পৌর সভাপতি সিদ্রাতুল কাদির আবির, সাধারণ সম্পাদক রেহান পারভেজ রিপন, কলেজ সভাপতি ইমরান হোসেন, সাধারণ সম্পাদক আব্দুর রব বাবু প্রমুখ।
(এলএস/পিবি/ এপ্রিল ১২,২০১৫)

পাঠকের মতামত:

২৯ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test