E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বগুড়ায় বর্ষবরণে তিনস্তরের নিরাপত্তা

২০১৫ এপ্রিল ১৩ ১৮:৫০:০৮
বগুড়ায় বর্ষবরণে তিনস্তরের নিরাপত্তা

বগুড়া প্রতিনিধি : বাঙালির প্রাণের উৎসব পহেলা বৈশাখ তথা নতুন বছরকে বরণ করতে বগুড়ার সর্বত্র ব্যাপক প্রস্তুতি চলছে। জেলা প্রশাসনের সঙ্গে বগুড়া থিয়েটার পৌর পার্কে ৩৪ তম বৈশাখী মেলার আয়োজন করেছে। এবারও প্রতিদিন সকালে থাকবে বিভিন্ন প্রতিযোগিতা।

পৌর পার্কের ওাদ আলাউদ্দিন মুক্তমঞ্চসহ উডবার্ণপাবলিক লাইব্রেরি ও শহীদ টিটু মিলনায়তন চত্ত্বর ব্যাপি এই মেলায় হস্তশিল্প ছাড়াও বিভিন্ন দেশজ ও গ্রামীণ পণ্যের স্টলসহ প্রতিদিনের কর্মসূচিতে রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠান, নাটক, পালাগান, যাত্রাপালা, লছিমন পালা, পাতা খেলা, লাঠিখেলা, সাপখেলা, ব্রাক্ষ্মণবাড়িায়ার পুতুল নাচ, নাগরদোলা ইত্যাদি। এদিকে বগুড়া পুলিশ বিভাগ থেকে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। দেশব্যাপী অবরোধ আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার না করায় সন্ধ্যার আগে বৈশাখীর সকল অনুষ্ঠান শেষ করতে বলা হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৭টায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে। জেলা প্রশাসনের পক্ষ থেকে ওই দিন সকাল ৮টায় জিলা স্কুল থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহর প্রদক্ষিণ করে বৈশাখী মেলা চত্ত্বরে গিয়ে শেষ হবে। বগুড়া আর্ট কলেজও ওই দিন সকাল ৯টায় মঙ্গল শোভাযাত্রা বের করবে। শিশু একাডেমি সকালে শিশুদের চিত্রাংকন প্রতিযোগিতা ছাড়াও আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এ ছাড়াও দিন বদলের মঞ্চ, মহিলা ক্লাব, স্টেশন ক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে।

বগুড়া পুলিশ সুপার মোজাম্মেল হক জানান, আনুষ্ঠানিকভাবে যেহেতু অবরোধ তুলে নেয়া হয়নি তাই মানুষ এবং যানবাহনের নিরাপত্তার জন্য সন্ধ্যার পর পুলিশ সদস্যরা মহাসড়কে ব্যস্ত থাকতে হবে। সে কারণে সন্ধ্যার পর অনুষ্ঠানগুলোতে নিরাপত্তা দেয়া অসম্ভব। একারণে বৈশাখের অনুষ্ঠানমালা সকাল থেকে সন্ধ্যার মধ্যেই শেষ করার কথা বলা হয়েছে।

অনুষ্ঠানগুলো সুষ্ঠুভাবে পরিচালনার জন্য পুলিশের তীক্ষè দৃষ্টি থাকবে। পহেলা বৈশাখে বগুড়া শহরসহ গোটা জেলায় ৩ স্তরের নিরাপত্তা থাকবে। বিভিন্ন অনুষ্ঠানে পুলিশি নিরাপত্তা, সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান এবং র‌্যাব, বিজিবিসহ পুলিশ সদস্যরা টহল দিবে। সোমবার বিকেলে জেলা পুলিশের প্রেসব্রিফিং এ নিরাপত্তার বিষয়ে জানানো হয়। এসময় অতিরিক্ত পুলিশ সুপার সায়ফুজ্জামান ফারুকী, আব্দুল ওয়ারিশ, আরিফুর রহমান মন্ডল, সিনিয়র সহকারী পুলিশ সুপার নাজির আহম্মেদ খান, উজ্জল কুমার রায়, এএসপি গাজীউর রহমান, ওসি ডিবি আমিরুল ইসলাম, সদর থানার ওসি আবুল বাসার উপস্থিত ছিলেন।

(এএসবি/এএস/এপ্রিল ১৩, ২০১৫)

পাঠকের মতামত:

২১ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test