E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বামনায় সাইক্লোন শেল্টারের নব নির্মিত ভবন হস্তান্তর

২০১৫ এপ্রিল ১৬ ১৬:০৩:১৭
বামনায় সাইক্লোন শেল্টারের নব নির্মিত ভবন হস্তান্তর

বরগুনা প্রতিনিধি : বরগুনার বামনায় বৃহস্পতিবার উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামিক ডেভেলপমেন্ট বাংকের সহোযোগীতায় ফায়েল খায়ের কর্মসূচীর আওতায় বামনা সদর ইউনিয়নের দক্ষিণ সফিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং বুকাবুনিয়া ইউনিয়নের জেসিএল মাধ্যমিক বিদ্যালয়-কাম-সাইক্লোন শেল্টার নব নির্মিত দুটি ভবন আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।

হস্তান্তর অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুর রশীদের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ফায়েল খায়ের লিয়াজো কর্মকর্তা ও এল.জি.ই.ডির প্রকল্প পরিচালক মো. রেজাউল করীম, প্রকল্প সমন্নয় কারী (ফায়েল খায়ের প্রোগ্রাম) ড.সালেহ ,প্রোগ্রাম ডাইরেক্ট সুফি মোস্তাফা আহম্মেদ,প্রকল্প ডিরেক্টর ওয়াল্ড ওয়াইড প্রজেক্ট ম্যানেজমেন্ট কনসালন্টেট রিচার্ড জনসন বরগুনা এল.জি.ই.ডির নির্বাহী প্রকৌশলী মো. আনোয়ারুল ইসলাম,বামনা প্রেস ক্লাব সভাপতি ওবায়দুল কবীর আকন্দ দুলাল এবং বিদ্যালয় দুটির প্রধান শিক্ষক ও ব্যবস্থাপনা কমিটির সভাপতিরা উপস্থিত ছিলেন।
এ কর্মসূচীর আওতায় বাংলাদেশে মোট ১৭৬টি বিদ্যালয়-কাম-সাইক্লোন শেল্টার নির্মান করা হচ্ছে। হস্তান্তর প্রক্রিয়ার প্রথম পর্যায় বামনায় নির্মিত বিদ্যালয়-কাম-সাইক্লোন শেল্টার দুটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়।
(এমএইচ/পিবি/ এপ্রিল ১৬,২০১৫)

পাঠকের মতামত:

১৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test