E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

রামপুরা ট্রাজেডি : বরগুনায় নিহতদের পরিবারে শোকের মাতম

২০১৫ এপ্রিল ১৭ ১৪:৪১:০০
রামপুরা ট্রাজেডি : বরগুনায় নিহতদের পরিবারে শোকের মাতম

বরগুনা প্রতিনিধি : রাজধানী ঢাকার রামপুরায় দোতলা টিনশেড ঘর ঝিলপাড়ে দেবে গিয়ে প্রাণ হারিয়েছেন ১২ জন। এর মধ্যে বরগুনার স্বামী-স্ত্রীসহ একই পরিবারের ৪জন রয়েছে। পরিবারের  উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার মধ্যে রয়েছেন পরিবারের অন্য সদস্যরা।

বৃহস্পতিবার বিকেলে নিহতদের বরগুনার খাজুরতলা গ্রামে নিয়ে এলে এক হৃদয় বিদারক দৃশ্যের সৃষ্টি হয়। এসময় স্বজনদের কান্নায় ভারী হয়ে ওঠে খাজুরতলা গ্রামের আকাশ বাতাস। নিহতদের একনজর চোখের দেখা দেখতে বিভিন্ন গ্রাম থেকে ছুটে আসেন হাজার হাজার মানুষ।

রামপুরা ট্রাজেডিতে নিহতরা হলেন, নিজাম উদ্দিন খান (৪৫), তার স্ত্রী কল্পনা বেগম (৪২), ছেলে সবুজের স্ত্রী রুখসানা খাতুন (২২) ও ভগ্নিপতি হারুনুর রশিদ (৪০)। নিহত বাড়ি সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের ফুলঝুড়ি ও কালাইমুদাবাদ গ্রামে।

নিহতদের মধ্যে নিজাম উদ্দিন খানের ৫টি সন্তান রয়েছে। যারা অনেকেই এখনো সঠিক ভাবে পৃথিবীকে বুঝতে শেখেনি। অন্যদিকে একই ঘটনায় নিহত হারুনুর রশিদের ও রয়েছে ৪টি সন্তান।

নিহত নিজাম উদ্দিন খানের ছেলে সবুজ জানান, ঘর থেকে বের হওয়ার সময় সবাইকে সুস্থ দেখে গেছি, এসে দেখি কেউ নেই। ঘরের তলে পড়েই মোর বাপ মায় দু’জনেই শেষ। এই ছোট ছোট ভাই বোনদের নিয়ে এখন কি করমু, কোথায় যামু, কি খামু কিছুই জানিনা।

কান্নায় দিশেহারা নিহত হারুনের স্ত্রী শান্তি বেগম বারবার মূর্ছা খেতে খেতে বলেন, হেয় যদি যাইবো আমাগো নিলো না ক্যান, এই ছোট ছোট গুরা-গারা নিয়ে মুই এহন কই যামু।

রামপুরা থানার পূর্ব হাজীপাড়া এলাকায় বউবাজার মাটির মসজিদ সংলগ্ন বেগের বাড়ি ঝিলের ওপর খাসজমিতে অবৈধভাবে গড়ে তোলা হয়েছিলো এ দোতলা টিনের ঘরটি। সেখানে ছিলো তার ২৪টি কক্ষ। প্রায় ৩০ ফুট লম্বা বাশের সাঁকো পেরিয়ে যেতে হয় এসব ঘরে।

গত বুধবার বেলা ৩টার দিকে মুহুর্তের মধ্যেই নিচতলার ১২টি ঘর পানিতে ডুব গেছে। ভবনের বাসিন্দারা কেউ কেউ সাঁতরে তীরে উঠে যেতে পারলেও সলিল সমাধি হয়েছে ১২টি তাজা প্রাণের।

এবিষয়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা ও পুনর্বাসনের ব্যবস্থা করা হবে বলে জানালেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাবিবুর রহমান।

(এমএইচ/এএস/এপ্রিল ১৭, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test