E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

কিশোরগঞ্জে যৌন নিপীড়নের প্রতিবাদে  মানববন্ধন

২০১৫ এপ্রিল ২১ ১৫:৫৩:৫১
কিশোরগঞ্জে যৌন নিপীড়নের প্রতিবাদে  মানববন্ধন

কিশোরগঞ্জ প্রতিনিধি : পয়লা বৈশাখে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) টিএসসি এলাকায় ঘটে যাওয়া যৌন নিপীড়নের প্রতিবাদ এবং জড়িতদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে দীর্ঘ মানববন্ধন করেছে কিশোরগঞ্জের স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ সাধারণ জনগণ।

আজ বেলা ১২টায় কিশোরগঞ্জ শহরের কালিবাড়ি মোড়ে প্রতিবাদকারীরা মুখে কালো ব্যাজ ধারণ করে প্রতীকী অবস্থান কর্মসূচী পালন করে । পরে শহরের উচ্চ বালিকা বিদ্যালয়ের সামনে ও গুরুদয়াল সরকারি কলেজ ক্যাম্পাস প্রাঙ্গনে ঘন্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচী পালন করে। এ সময় শিক্ষার্থীরা যৌন নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদী কন্ঠে আওয়াজ তোলেন। নারী কোন ভোগ পন্য নয়,আমি স্বাধীন বাংলার নারী,গনিমতের মাল নয় ও জাগো নারী জাগো বিভিন্ন শ্লোগান সংবলিত প্লেকার্ডের মাধ্যমে প্রতিবাদ জানায়। মানববন্ধন শেষে প্রতিবাদকারীরা কিশোরগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে প্রতীকি অবস্থান কর্মসূচী পালন করে । এতে কিশোরগঞ্জের ছাত্র ইউনিয়নের সভাপতি রাজীব বণিক, কিশোরগঞ্জের উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা পান্না দত্ত রায় ও অভিভাবক সিলভিয়া আকুঞ্জি বক্তব্য রাখেন।

(পিকেএস/পিবি/ এপ্রিল ২১,২০১৫)

পাঠকের মতামত:

২২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test