E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাদারীপুরে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

২০১৫ এপ্রিল ২১ ১৬:১৯:২০
মাদারীপুরে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

মাদারীপুর প্রতিনিধি :  মাদারীপুর জেলায় গত এক সপ্তাহ ধরে ডায়রিয়া রোগীর সংখ্যা অনেক বেড়েছে। গত এক সপ্তাহে মাদারীপুর সদর হাসপাতালে প্রায় দেড়শ রোগী চিকিৎসা নিয়েছে। বর্তমানে প্রায় অর্ধশতাধিক রোগী ভর্তি আছে। এর মধ্যে শিশুর সংখ্যা বেশি বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

মাদারীপুর সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, হঠাৎ করে গত এক সপ্তাহ ধরে ডায়রিয়া আক্রান্ত রোগীর সংখ্যা বেড়েছে। রোগীর সংখ্যা বেড়ে যাওয়ায় অনেকেই বেড না পেয়ে ফ্লোরেও চিকিৎসা নিচ্ছে। পরিস্থিতি মোকাবেলায় ওষুধ ও স্যালাইন সরবরাহসহ সব ধরনের সহযোগিতা দেয়া হচ্ছে।
ডায়রিয়ায় আক্রান্ত রোগী মোজাম্মেল হোসেন বলেন, রাতে খাওয়ার পর বেশ কয়েকবার টয়লেটে যেতে হয়েছে। সকালেও টয়লেটে যেতে হওয়ায় দ্রুত চিকিৎসা নিতে সদর হাসপাতালে ছুটে এসেছি।
ডায়রিয়ায় আক্রান্ত শিশু সুমনের মা শিউলি বেগম বলেন, সন্তানের ঘন ঘন পায়খানা দেখে ভয় পেয়ে গিয়েছিলাম। তাই হাসপাতালে ভর্তি করেছি। এখানেও রোগীর অনেক চাপ।
শহরের শকুনী এলাকার এক বছরের ছেলে এখলাসের মা তানমিরা বলেন, সোমবার সকাল থেকেই এখলাস ঘন ঘন পানির মতো পায়খানা করছে। তাই ওকে হাসপাতালে নিতে হবে।
মাদারীপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. অখিল সরকার বলেন, হঠাৎ করেই মাদারীপুরে বেড়েছে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা। এই সমস্যা মোকাবেলার জন্য সব ধরণের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।
মাদারীপুর সিভিল সার্জন ডা. দিলীপ কুমার দাস বলেন, পুষ্টিহীনতার কারণে এ রোগীর সংখ্যা বেড়েছে। ডায়রিয়া প্রতিরোধে সবাইকে পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। একই সঙ্গে পুষ্টিকর খাবারও খেতে হবে। এছাড়া সবাইকে এ ব্যাপারে সচেতন হতে হবে।

(এএ/পিবি/ এপ্রিল ২১,২০১৫)

পাঠকের মতামত:

০৩ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test