E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

যশোরে  ভিটামিন ‌‌‌‘এ প্লাস’ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা অনুিষ্ঠত

২০১৫ এপ্রিল ২২ ১৬:৫৯:০২
যশোরে  ভিটামিন ‌‌‌‘এ প্লাস’ক্যাম্পেইন উপলক্ষে কর্মশালা অনুিষ্ঠত

যশোর প্রতিনিধি : জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন উপলক্ষে সাংবাদিকদের নিয়ে এক ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে যশোরে। বুধবার সকালে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে এ কর্মশালার আয়োজন করে জেলা স্বাস্থ্য বিভাগ।

লিখিত বক্তব্যে সিভিল সার্জন ডা. শাহাদাৎ হোসেন জানান, আগামী ২৫ এপ্রিল জাতীয় ভিটামিন ‘এ প্লাস’ ক্যাম্পেইন এ জেলার ৬ থেকে ১১ মাস বয়সী ৩৩ হাজার ৯৭৫ জন শিশুকে ও ১২ থেকে ৫৯ মাস বয়সী ২০ হাজার ১৬৫ জন শিশুকে ভিটামিন ‘এ’ খাওয়ানো হবে। জেলার ৮ উপজেলা ও পৌরসভার ২ হাজার ৩৭২টি কেন্দ্রে ৮ হাজার ২শ’ স্বেচ্ছাসেবী এ কার্যক্রমে অংশ নেবেন।
কর্মশালায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, ভারপ্রাপ্ত ডেপুটি সিভিল সার্জন ডা: ইমদাদুল হক রাজু, সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা গিয়াস উদ্দিন, মেডিকেল অফিসার ডা: হাবিবা শেফাসহ স্বাস্থ্য বিভাগের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
(জেডকে/পিবি/ এপ্রিল ২২,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test