E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়া  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাশেদ খান মেনন

২০১৫ এপ্রিল ২৫ ১৫:৫০:৩৪
লোহাগড়া  পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রাশেদ খান মেনন

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি:বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন এম পি বলেছেন, ‘ জঙ্গিবাদ ও সন্ত্রাসের পথ ছাড়তে হবে। অপশক্তি কখনও ক্ষমতায় যেতে পারবে না। নাশকতা ও সন্ত্রাস করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন পূরণ হবে না। জনগনের গণতান্ত্রিক অসাম্প্রদায়িক স্বপ্ন ও প্রত্যাশার সাথে বর্তমান সরকার এগিয়ে যাচ্ছে’।

তিনি শনিবার সকাল ১১ টায় নড়াইলের লোহাগড়া পাইলট উচ্চ বিদ্যালয়ের উন্মুক্ত মঞ্চে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া, সাহিত্য-সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও জাতীয় পর্যায়ে পদক প্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা অনুষ্টানে প্রধান অতিথির ভাষনণ এ কথা বলেন।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য শেখ হাফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন নড়াইলের জেলা প্রশাসক আঃ গফ্ফার খান, পুলিশ সুপার সরদার রকিবুল ইসলাম, জেলা পরিষদের প্রশাসক ও জেলা আ’লীগের সভাপতি এ্যাডভোকেট সুবাস বোস, সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন খান নিলু, জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সাহা, জেলা ক্রীড়া অফিসার আশাফুদ্দৌলা,লোহাগড়া উপজেলা আ’লীগ সভাপতি রুনু সিকদার, লোহাগড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আ”লীগের সম্পাদক সৈয়দ ফয়জুল আমির লিটু, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মোকতার হোসেন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃত্যুঞ্জয় দাস প্রমুখ।

পরে প্রধান অতিথি বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার এবং ওই বিদ্যালয়ের জাতীয় পর্যায়ে পদক প্রাপ্ত খেলোয়াড়দের সংবর্ধনা ও পদক প্রদান করেন । দূর্যোগপূর্ন আবহাওয়াকে উপেক্ষা করে অনুষ্ঠানে শিক্ষার্থীসহ অভিভাবকরা উপস্থিত ছিলেন। পরে বিকাল ৪ টায় মন্ত্রী রাশেদ খান মেনন লোহাগড়ার লক্ষীপাশাস্থ আর এল পাশা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাঠে শহীদ হাফিজার রহমান মঞ্চে নড়াইল জেলা ওয়ার্কার্স পার্টি আয়োজিত এক জনসভায় বক্তৃতা করেন।


(আরএম/এসসি/এপ্রিল২৫,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test