E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

ম্যাজিস্ট্রেট কর্তৃক শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

২০১৫ এপ্রিল ২৬ ১৩:৫৮:০৮
ম্যাজিস্ট্রেট কর্তৃক শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মাগুরায় মানববন্ধন

মাগুরা প্রতিনিধি : এইচএসসি পরিক্ষা চলাকালিন সময়ে পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজে ম্যাজিস্ট্রেট কর্তৃক শিক্ষক লাঞ্ছনার প্রতিবাদে মাগুরায় রবিবার সকালে মানববন্ধন ও কর্মবিরতী পালন করেছে  বিসিএস সাধারণ শিক্ষা সমিতির অন্তর্ভূক্ত শিক্ষক ও বিভিন্ন কলেজের শিক্ষার্থীবৃন্দ।

মানববন্ধনে শিক্ষক নেতৃবৃন্দ অভিযোগ করেন গত ৯ এপ্রিল পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজে পরিক্ষা চলাকালিন সময়ে অনৈতিকভাবে জনৈক শিক্ষককে লাঞ্ছিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কর্তব্যরত ম্যাজিস্ট্রেট আশরাফুল ইসলাম। এ ঘটনার প্রতিবাদে আজ সকাল ১০টায় মাগুরা সরকারি কলেজের সামনে মানববন্ধন করে সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ এবং সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ। এ সময় বক্তরা মানবাধিকার পরিপন্থীভাবে শিক্ষকের উপর লাঞ্ছনাকারির উপযুক্ত বিচার দাবি করেন। এ ঘটনার প্রতিবাদে আজ বিসিএস শিক্ষা সমিতির আহবানে বিভিন্ন সরকারি কলেজ ও প্রতিষ্ঠানে কর্মবিরতী পালন করা হচ্ছে।
মানববন্ধনে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাগুরা সরকারি কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সাইদুর রহমান, সরকারি মহিলা কলেজের শিক্ষক নেতা আসমা আক্তার প্রমুখ।


(ডিসি/পিবি/ এপ্রিল ২৬,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test