E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বরগুনায়  শিক্ষকদের মানববন্ধন

২০১৫ এপ্রিল ২৬ ১৬:০০:২৪
বরগুনায়  শিক্ষকদের মানববন্ধন

বরগুনা প্রতিনিধি : ভান্ডারিয়ায় উপজেলা সহকারী কমিশনার(ভূমি) ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃক এইচএসসি পরীক্ষা কেন্দ্রে শিক্ষক লাঞ্ছিত করার প্রতিবাদে রবিবার সকাল ১১টায় বরগুনায় কলেজ শিক্ষক ও শিক্ষার্থীরা মানববন্ধন ও পূর্ণ দিবস কর্ম বিরতি পালন করেছে।

পৃথক পৃথক মানববন্ধন চলাকালীন সমাবেশে বক্তব্য রাখেন, বরগুনা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যক্ষ মো. মনজুরুল আলম, ইসলামি ইতিহাসের প্রভাষক মো. মনিরুল ইসলাম, বাংলা প্রভাষক লুৎফুন্নাহার বকুল, বিসিএস সাধারণ শিক্ষক সমিতির সম্পাদক মো. মাজেদুর রহমান, ও প্রভাষক মো. হাফিজুল হক সহ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা কলেজ শিক্ষককে লাঞ্চিত করার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের শাস্তির দাবি জানান।

উল্লেখ্য, ৯ এপ্রিল এইচএসসি ইংরেজি প্রথম পত্র পরীক্ষা চলাকালে বাকবিতন্ডাকে কেন্দ্র করে পিরোজপুরের ভান্ডারিয়া সরকারি কলেজের পরীক্ষা কেন্দ্রে অধ্যক্ষের কক্ষে অধ্যক্ষ ও ইউএনও মো. মনির হোসেন হাওলাদারের উপস্থিতিতে প্রকাশ্যে শিক্ষক মোনতাজ উদ্দিনকে ম্যাজিস্ট্রেট এর পা ধরে ক্ষমা চাইতে বাধ্য করান। এর প্রতিবাদে এ মানববন্ধন ও কর্মবিরতি পালন করা হয়।

(এমএইচ/পিবি/ এপ্রিল ২৬,২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test