E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় চরসারুলিয়া গ্রামে বিএনপি-জামায়াতের হামলা

২০১৫ এপ্রিল ২৮ ১৫:৩৫:১০
লোহাগড়ায় চরসারুলিয়া গ্রামে বিএনপি-জামায়াতের হামলা

লোহাগড়া (নড়াইল) প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া উজেলার কাশিপুর ইউপির চর-সারুলিয়া গ্রামে একটি মসজিদে অনুদান দেওয়াকে কেন্দ্র করে  বিএনপি-জামায়াত সমর্থিত সন্ত্রাসীদের হামলায় মহিলাসহ আওয়ামী লীগের ১৫-১৬ জন নেতা কর্মী আহত হয়েছেন।

এ সময় সন্ত্রাসীরা আওয়ামী লীগ সমর্থকদের ৩ টি বাড়িসহ ভ্যান গাড়ি ও বৈদ্যুতিক মিটার ভাংচুর করে। এ ঘটনায় থানায় মামলা দায়ের করা হলেও রহস্যজনক কারনে পুলিশ কোন আসামীকে গ্রেপ্তার করেনি।

এদিকে, বিএনপি-জামায়াত সমর্থিত সন্ত্রাসীরা দায়েরকৃত মামলা তুলে নেওয়ার জন্য হুমকি-ধামকি অব্যাহত রেখেছে। ভয়,আতংক আর নিরাপত্তাহীনতায় কুঁকড়ে রয়েছে উপজেলা চরসারুলিয়া গ্রামের আওয়ামীলীগ সমর্থিত নেতা কর্মীরা।
মঙ্গলবার সরেজমিনে ওই গ্রামের বিভিন্ন শ্রেণিপেশার মানুষজনদের সাথে কথা বলে জানা গেছে, লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপির মধ্যে চরসারুলিয়া গ্রামটি বিএনপি-জামায়াতের নেতা কর্মী সমর্থিত গ্রাম। এখানে আওয়ামীলীগের দলীয় অবস্থান খুব ভালো না। সম্প্রতি পার্শ্ববর্তী চৌগাছা গ্রামের একটি ইট ভাটার মালিক চরসারুলিয়া গ্রামের পশ্চিমপাড়ার মসজিদে নগদ ২০হাজার টাকা ও দু’ হাজার ইট অনুদান দেন। গত ২১ এপ্রিল অনুদানের টাকার হিসাব দেওয়া-নেওয়াকে কেন্দ্র করে গ্রামের আওয়ামীলীগ-বিএনপি সমর্থিত নেতাকর্মীদেরর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়।

এর জের ধরে গত ২২ এপ্রিল সকাল ৬ টার দিকে কাশিপুর ইউপির ৭ নং ওয়ার্ড বিএনপির’ সভাপতি জামাল শেখ ও কাশিপুর ইউপি জামায়াতের সভাপতি মাওলানা নওশের আলীর নেতৃত্বে জাহাঙ্গীর, আলিম, বিপুল,হাসিবুর, কাশেম, ছাকেন,ইকবাল, রজব আলী, সজিব, সোহেল, আল-আমিনসহ ৫০-৬০ জনের একদল সন্ত্রাসী, রামদা, লাঠি-সোটা নিয়ে একই গ্রামের ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিবর মোল্লা (৬০) উপর হামলা চালিয়ে তাকে আহত করে।

এরপর সন্ত্রাসীরা হামলা চালিয়ে আওয়ামী লীগ সমর্থিত পিয়ার মোল্লা (২৫), জিয়াউর মোল্লা (২৬), সাবু শেখ (৩০),ইদ্রিস সেখ (৩২), মিন্টু শেখ (৩৫), ছালমা (২৫), হাবিবুর (৩৮), বাদশা (৪০), আমির (২৮), জেসমিন (৩৫), রফিক (২৮), হালিমা (৬০), মান্নান (৪৫), সবুর (৪২), মাহাবুর (৩৫), ওসমান (২৬) কে কুপিয়ে গুরুত্বর আহত করে। এসময় সন্ত্রাসীরা আওয়ামী লীগ সমর্থক বাদশা মোল্লা , বিল্লাল ও কালা শেখের বাড়িতে হামলা চালিয়ে ভ্যান গাড়ি ও বৈদ্যুতিক মিটার ভাংচুর করে। আহতদেরকে লোহাগড়া ও নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা করা হয়।

এ ঘটনায় ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আজিবর মোল্লা বাদী হয়ে বিএনপি-জামায়াত সমথির্ত ২৬ জন নেতা কর্মীর নাম উল্লেখ করে লোহাগড়া থানায় একটি মামলা দায়ের করে। মামলা নং-১৮,তাং ২৪-৪-২০১৫ইং।

মামলা করার পর থেকেই আসামীরা মামলা তুলে নেওয়ার জন্য মামলার বাদীসহ এলাকার আওয়ামীলীগ সমার্থিত নেতাকর্মীদের বিভিন্ন ভাবে ভয় ভীতি প্রদর্শন করছে। মামলার আসামীদের আটক ও গ্রামে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করার দাবীতে গত ২৭ এপ্রিল বিকালে গ্রামবাসী এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ওই গ্রামের আওয়ামীলীগ সমর্থিত নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন আ’লীগ নেতা মছিনুর কাজী যুবলীগ নেতা সাজ্জাদুর রহমান কচি, কামরুল ইসলাম মিন্টু, রওশন কাজী প্রমুখ।

(আরএম/এএস/এপ্রিল ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test