E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নড়াইলে ভূমিকম্পে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে ফাটল

২০১৫ এপ্রিল ২৮ ১৮:৩০:৪৭
নড়াইলে ভূমিকম্পে দুটি শিক্ষা প্রতিষ্ঠানের ভবনে ফাটল

নড়াইল প্রতিনিধি : ভূমিকম্পে নড়াইল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের একটি ভবন এবং শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের একটি ভবনে ফাটল দেখা দিয়েছে। ফাটলের কারণে শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের একটি কক্ষে ক্লাস নেওয়া বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।

শাহাবাদ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বীরেন্দ্রনাথ বসাক জানান, ধারাবাহিক মৃদু ভূমিকম্পে স্কুলের শিক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এক পর্যায়ে ক্লাস থেকে সবাই বাইরে বেরিয়ে আসে। রবিবার ক্লাস শুরুর আগে ১৯৯৪ সালে ফ্যাসিটিলিস ডিপার্টমেন্ট কর্তৃক নির্মিত ৩কক্ষ বিশিষ্ট ভবনের বিভিন্ন অংশে ফাটল দেখতে পাই। এরপর স্কুলের শিক্ষকদের সাথে আলোচনা করে ৮ম শ্রেণীর ক্লাস অন্য একটি টিনসেডে স্থানান্তর করা হয়েছে। ১৯৬৭ সালে প্রতিষ্ঠিত এই বিদ্যালয়টিতে বর্তমানে ২৮২ জন শিক্ষার্থী রয়েছে।

এদিকে ভূমিকম্পে নড়াইল সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের একটি ভবনে ফাটল দেখা দিয়েছে। আতঙ্কের মধ্যে ছাত্রীরা ওই কক্ষে যথারীতি ক্লাস চলাকালে রবিবার আবারও ভূমিকম্প অনুভূত হলে শিক্ষার্থীরা আতঙ্কে ক্লাস থেকে বাইরে বেরিয়ে আসে। এছাড়া বিভিন্ন ভবনের লোকজনও আতঙ্কে ভবনের বাইরে বেরিয়ে আসে।

(টিএআর/এএস/এপ্রিল ২৮, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test