E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আব্দুল ওয়াহাব

২০১৫ এপ্রিল ২৯ ১২:২৯:৪৫
মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন আব্দুল ওয়াহাব

মাগুরা প্রতিনিধি : মাগুরা-১ আসনের উপ-নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অবঃ) এটিএম আব্দুল ওয়াহাব। আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের পক্ষ থেকে মঙ্গলবার রাত ৯ টায় দলীয় সভানেত্রী শেখ হাসিনা স্বাক্ষরিত মনোনয়পত্র তার কাছে হস্তান্তর করা হয়েছে বলে এটিএম আব্দুল ওয়াহাব রাত পৌনে ১০টায় মোবাইল ফোনে নিশ্চিত করেছেন।

মেজর জেনারেল (অবঃ) আব্দুল ওয়াহাব সরাসরি আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত না থাকলেও এলাকায় একজন বীর মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সমর্থক হিসেবে পরিচিত। মুক্তিযুদ্ধে মাগুরার শ্রীপুরসহ যশোর এলাকায় তিনি বীরত্বপূর্ণ ভূমিকা রাখেন। তার বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার টুপিপাড়া গ্রামে। তিনি স্থায়ীভাবে ঢাকায় বসবাস করেন।

মাগুরা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পঙ্কজ কুন্ডু জানান, উপ-নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন লাভের জন্য মোট ১৭ জন দলীয় মনোয়ন ফরম কিনেছিলেন। তার মধ্যে ২৪ এপ্রিল ঢাকায় দলীয় মনোনয়ন বোর্ডে ১৬ জন মনোনয়ন প্রত্যাশী উপস্থিত ছিলেন।

গত ২০ এপ্রিল এ নির্বাচনের তফশিল ঘোষিত হয়। মনোনয়ন সংগ্রহ ও জমা ৩০ এপ্রিল। বাছাই ৪ মে। প্রত্যাহার ১২ মে। ভোট গ্রহন অনুষ্ঠিত হবে ৩০ মে।

উল্লেখ্য, গত ৯ মার্চ মাগুরা-১ আসন থেকে পর-পর ৪ বার নির্বাচিত সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সভাপতি বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটির চেয়ারম্যান প্রফেসর ডা. মোহাম্মদ সিরাজুল আকবর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলে এ আসনটি শুন্য হয়।

মাগুরা সদরের ১টি পৌরসভাসহ ৯ টি ও শ্রীপুর উপজেলা ৮ টি ইউনিয়ন নিয়ে জাতীয় সংসদের-৯১ মাগুরা-১ আসন গঠিত। মোট ভোটার ৩ লাখ ২৪ হাজার ৫৫জন। এর মধ্যে পুরুষ ১ লাখ ৬০ হাজার ৭২৩ ও মহিলা ভোটার ১ লাখ ৬৩ হাজার ৩৩২ জন। মোট ভোট কেন্দ্র ১৪০টি।

(ডিসি/পিবি/ এপ্রিল ২৯,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test