E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

মাগুরায় কৃষকদের মধ্যে বীজ-সার বিতরণ

২০১৫ এপ্রিল ২৯ ১৬:২৭:২৪
মাগুরায় কৃষকদের মধ্যে বীজ-সার বিতরণ

মাগুরা প্রতিনিধি : মাগুরার চারটি উপজেলার আড়াই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে দুটি জাতের উচ্চ ফলনশীল আউশ ধান বীজ ও তিন ধরনের সার বিতরণ করা হয়েছে।  বুধবার বিকেলে মহম্মদপুর উপজেলা কৃষি বিভাগ বিতরণ কার্যক্রম উদ্বোধন করে। আউশ ধানের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে প্রনোদনা প্যাকেজ ২০১৫-১৬ এর আওতায় চাষীদের মধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ কর হয়।

মাগুরা কৃষি সম্প্রসারণ বিভাগ জানায়, আউশ ধানের আবাদ সম্প্রসারণের লক্ষ্যে প্রনোদনা প্যাকেজ ২০১৫-১৬ এর আওতায় চাষীদের মধ্যে বিনামূল্যে সার বীজ বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
এতে জেলা সদর, শ্রীপুর, মহম্মদপুর ও শালিখা উপজেলার ২ হাজার ৩৫০জন কৃষকের মধ্যে মাথা পিছু ৫কেজি উফসী জাত ও ১০ কেজি খরা সহিষ্ণু নেরিকা জাতের আউশ ধান বীজ বিতরণ করা হয়। এ ছাড়া প্রতিটি কৃষককে মাথা পিছু ২০ কেজি ইউরিয়া ও ১০ কেজি ডিএপি ও এমএপি সার বিনামূল্যে বিতরণ করা হয়।
সে হিসেবে জেলায় চলতি আউশ মৌসুমে ৭ হাজার ৫০০ কেজি উফশী, ৮ হাজার ৫০০ কেজি নেরিকা জাতের আউশ ধান বীজ বিতরণ করা হয়েছে। এছাড়া জেলায় উফসী আউশের জন্য ৩০ হাজার কেজি ইউরিয়া, ১৫ হজার কেজি ডিএপি ও ১০ হাজার কেজি এমওপি এবং নেরিকা জাতের আউশের জন্য ১৭ হাজার কেজি ইউরিয়া, ৮ হাজার ৫০০কেজি ডিএপি ও ৮ হাজার ৫০০কেজি এমওপি সার চাষীদের মধ্যে বিনামূল্যে সার বিতরণ করা হয়েছে।
বুধবার বিকেলে মহম্মদপুর উপজেলা কৃষি বিভাগের উদ্যেগে পরিষদ মিলনায়তনে বীজ-সার বিতরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। মহম্মদপুনর উপজেলা নির্বাহী অফিসার কামরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খাঁন বাচ্চু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মো. আতিকুল ইসলঅম, আ’লীগ নেতা হাবিবুর রহমান, উপি চেয়ারম্যান মিজানুর রহমান ও আসাদুজ্জামান।
অনুষ্ঠানে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের হাতে বিনামূল্যে উন্নত জাতের আউশ ধানের বীজ ও সার তুলে দেওয়া হয়।

(ডিসি/পিবি/ এপ্রিল ২৯,২০১৫)

পাঠকের মতামত:

১৯ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test