E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গৌরনদীতে ওরছ শরীফের তবারক খেয়ে নিহত ১

২০১৫ মে ০৬ ১২:৪৯:১৪
গৌরনদীতে ওরছ শরীফের তবারক খেয়ে নিহত ১

বরিশাল প্রতিনিধি : ওরছ শরীফের তবারক খেয়ে  মঙ্গলবার রাতে  বরিশালের গৌরনদী উপজেলার বিল্বগ্রাম এলাকার গোমস্তা বাড়ির ১৬ জন অসুস্থ হয়ে পড়েছে। গুরুতর অসুস্থ ৫ জনকে গৌরনদী উপজেলা হাসপাতালে ভর্তি করা হলে করিম গোমস্তা (৭৫) নামের একজন মারা যায়।

বিল্বগ্রাম এলাকার গোমস্তা বাড়ির মন্নান গোমস্তা জানান, ভারতের আজমীর শরীফের মুরিদ গৌরনদী উপজেলার টরকী বন্দরের ব্যবসায়ী আলী মাঝির বাড়িতে খাজা মাঈনউদ্দিন চিশতী’র নামে বাৎসরিক ওরছ শরীফের আয়োজন করেন। ওরছ শরীফ শেষে ওইদিন গভীর রাতে আজমীর শরীফের ৫ শতাধিক ভক্ত’র মাঝে তবারক বিতরণ করা হয়। ওই তবারক খেয়ে গোমস্তা বাড়ির করিম গোমস্তা (৭৫), তার পুত্রবধু মুকুলী বেগম (৩০), কন্যা শিউলী আক্তার (২০), নাতনী লাকি আক্তার (১২), নাতী রাব্বি গোমস্তা (১০), হক গোমস্তার স্ত্রী নাসিমা বেগম, মন্নান গোমস্তার স্ত্রী সেলিনা বেগম(৪৫), ছেলে হৃদয় গোমস্তা (২০), ছোবাহান গোমস্তা (৫৬), তার স্ত্রী রানু বেগমসহ (৪৫) একই বাড়ির ১৬ জন বিকালে অসুস্থ হয়ে পড়ে। এদের মধ্যে করিম গোমস্তা, সেলিনা বেগম, লাকি, রাব্বিকে গৌরনদী উপজেলা হাসপাতালে ও নাছিমা বেগমকে বরিশাল শেরে-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এর মধ্যে করিম গোমস্তা গৌরনদী হাসপাতালে মারা যায়। হাসপাতালের মেডিকেল অফিসার নিহার রঞ্জন বলেন, দূষিত খাবার খেয়ে অসুস্থ হয়ে করিম গোমস্তাসহ একই বাড়ির ৫ জনকে গৌরনদী হাসপাতালে ভর্তি হয়। এদের মধ্যে করিম গোমস্তা মারা যায়।
(টিবি/পিবি/ মে ৬,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test