E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায় বাড়ি ঘর লুটপাটের অভিযোগ,আহত ৩

২০১৫ মে ০৬ ১৪:১৪:৩৪
আগৈলঝাড়ায় বাড়ি ঘর লুটপাটের অভিযোগ,আহত ৩

বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দফায় দফায় মারধর ও হামলা চালিয়ে বাড়ি ঘর ও আসবাবপত্র ভাংচুর করে লুটপাটের অভিযোগ পাওয়া গেছে। এসময় তাদের হামলায় তিন জন আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দক্ষিন গৈলা গ্রামে মঙ্গলবার রাতে।

আহত পান্না সরদার জানান, রাত সাড়ে আটটার দিকে গৈলা হাসপাতালের সামনে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বাক বিতন্ডার জের ধরে স্থানীয় ইউনিয়ন ছাত্রলীগ কর্মী শামীম গাজী একই গ্রামের পান্না সরদারের ছেলে বাচ্চু সরদারকে মারধর করে। শামীমের মারধরের বিষয়টি তার পরিবারকে জানালে ঘটনার জের ধরে শামীম ক্ষিপ্ত হয়ে তার লোকজন নিয়ে রাত সাড়ে নয়টার দিকে বাড়ি ফেরার পথে বাচ্চুর বাবা পান্না সরদার ও চাচা আঃ গনি সরদারকে মারধর করে। এর পরপরই শামীমের নেতৃত্বে ৮/১০ জনের একটি দল পান্নার ঘরে হামলা চালিয়ে টিভি, সুকেশসহ অন্যান্য আসবাবপত্র ব্যাপক ভাংচুর চালায়। এসময় হামলাকারীরা স্টীলের আলমিরা ভেঙ্গে নগদ অর্থ, স্বর্ণালংকার ও চার্জার ফ্যান লুট করে নিয়ে যায় বলে পান্না সরদার অভিযোগ করেন। তিনি আরও অভিযোগ করেন, আহত বাচ্চু ও তার ভাই গনি সরদারকে চিকিৎসার জন্য হাসপাতালে নেয়া হলে ওই সন্ত্রাসীরা তাদের ভর্তি হতে না দেয়ায় আহতরা বাড়িতে ও অন্য স্থানে চিকিৎসা নিচ্ছে। বিষয়টি থানাকে অবহিত করা হয়েছে বলে জানান ওসি মনিরুল ইসলাম। ওসি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, মামলা করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
(টিবি/পিবি/ মে ০৬,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test