E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

সদরপুর খাদ্য গুদামে গম ক্রয় শুরু

২০১৫ মে ০৮ ১১:৪৭:৫০
সদরপুর খাদ্য গুদামে গম ক্রয় শুরু

ফরিদপুর প্রতিনিধি:ফরিদপুরের সদরপুর উপজেলার খাদ্য গুদামে গম ক্রয় করা শুরু হয়েছে সরকার নির্ধারিত ২৮টাকা দামে। গত ৫ই মে মঙ্গলবার থেকে এই খাদ্য গুদামে ১হাজার ৪৫টন এর লক্ষ্য মাত্রাকে সামনে রেখে গম ক্রয় শুরু করেন গুদাম কর্মকর্তারা।

সরোজমিনে গিয়ে দেখা যায়, কৃষকরা তাদের উৎপাদিত গম নিয়ে নছিমনে ও ভ্যানে করে গুদামে নিয়ে আসছে লাইনকে লাইন ধরে। চর বিষ্ণুপুর খেজুর তলার কৃষক শাহআলম জানান, ভাই এবার গম ভালোই পেয়েছি আমরা, আমি ৩৯মন গম নিয়ে এখানে এসেছি। সবচাইতে বড় কথা সরকার আমাদের গমের উপযুক্ত দাম দিয়েছে এটাই আমরা খুশি।

ঐ একই এলাকর কৃষক শাহজাহান জানান, আমি ৩৫মন গম নিয়ে এসেছি, উনারা ২৮টাকা করে দাম দিচ্ছে কেজি প্রতি আমরা এই দামে খুবই খুশি। ঢেউখালী এলাকার কৃষক সিদ্দিক ব্যাপারী জানান, আমরা ৪ভাই ৪টন গম নিয়ে এসেছি ভালো দামে বিক্রি করতে পেরে নিজেদের পরিশ্রম সার্থক হয়েছে এবার। তিনি আরো জানান, সরকার যদি এমন খেয়াল রাখে কৃষকদের প্রতি বছর তাহলে আমরা কৃষি ক্ষেত করতে আরো উৎসাহিত হবো। সদরপুর খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আফজাল হোসেন জানান, ভাই আমরা দিন রাত পরিশ্রম করছি কোন ছুটি ছাটা নেই আমাদের, কৃষকরা যাতে কোন সমস্যায় না পরে সেদিকে খেয়াল রাখছি। এবার কৃষকরা তাদের গমের মূল্য পাচ্ছে ২৮টাকা কেজি দরে। আমরা নিষ্ঠার সহিত ধর্য্য ধরে কৃষকদের গম ক্রয় করছি। সবচাইতে বড় কথা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করে যাচ্ছি নিষ্ঠার সহিত। উল্লেখ্য, এ বছর ফরিদপুর জেলার প্রায় সব এলাকায় গমের বাম্পার ফলন হয়েছে। এর কারন হিসেবে মনে করা হয় এবারের আহবাওয়া গম উৎপাদনের জন্য সঠিক অনূকুল পরিবেশ বজায় ছিলো।

(এসডি/এসসি/মে০৮,২০১৫)

পাঠকের মতামত:

২৪ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test