E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

গোবিন্দগঞ্জে আশাদুলের হত্যার সাথে জড়িত ২ আসামীকে আটক

২০১৫ মে ০৯ ১৫:১২:৩০
গোবিন্দগঞ্জে আশাদুলের হত্যার সাথে জড়িত ২ আসামীকে আটক

গোবিন্দগঞ্জ(গাইবান্ধা) প্রতিনিধি : গাইবান্ধার গোন্দিগঞ্জে বহুল আলোচিত ভাড়ায় মোটর সাইকেল চালক আশাদুল হত্যার রহস্য উম্মোচন করেছে থানা পুলিশ। সেই সাথে হত্যাকান্ডে সরাসরি জড়িত দুই আসামী গ্রেফতার করে। শুধুমাত্র মোটর সাইকেল ছিনতাই করাই জন্য পরিকল্পিত ভাবে এই হত্যাকান্ড করা হয়েছে বলে গ্রেফতারকৃতরা জানায়।

গোবিন্দগঞ্জ থানা সূত্রে জানা যায়, গত ইং ১৬/০৫/১৪ তারিখ রাত সোয়া ১০টার দিকে উপজেলার উত্তর পাটোয়া তিন ঘরিয়া পাড়া গ্রামের আশাদুল (৩৫) তার বাজাজ প্লাটিনা মোটর সাইকেল যোগে ০৩ জন অজ্ঞাতনামা যাত্রী নিয়ে ভাড়ায় রথের বাজার হতে পলাশবাড়ীর ফকিরহাট উদ্দেশ্যে রওনা করে। যাওয়ার পথে রাত সাড়ে দশটার দিকে ধানখুনিয়া মেঘার চর সড়কের ভাঙ্গা ব্রীজের পার্শ্বে পৌছিলে যাত্রীবেশী দুস্কৃতিকারীরা তাকে হত্যা করে তার ব্যবহৃত মোটর সাইকেল ও ১টি স্যাম্ফনি ডি-৮০ মোবাইল ফোন নিয়ে পালিয়ে যায়। এ ঘটনায় নিহত আশাদুলের স্ত্রী হোসনে আরা বেগম বাদী হয়ে গোবিন্দগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ বি এম জাহিদুল ইসলাম এবং মামলার তদন্তকারী অফিসার এস,আই মোঃ ইজার উদ্দিন যৌথ উদ্যোগে দীর্ঘ সাড়ে ১১ মাস পরে হত্যাকান্ডের জড়িত থাকায় পার্শ্ববর্তী পলাশবাড়ী উপজেলার পূর্ব ফরিদপুর গ্রামের আঃ খালেকের ছেলে লিটন (২১) কে আশাদুলের ব্যবহৃত মোবাইল সহ গত ৫ মে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। লিটনের দেয়া স্বীকারোক্তি অনুসারে একই উপজেলার মালিয়ানদহ গ্রামের খলিলুর রহমান ওরফে ঠান্ডা মিয়া ছেলে রতন মিয়া (২৫)কে পুলিশ নিজ বাড়ি থেকে আটক করে। গ্রেফতারকৃত লিটন ও রতন গাইবান্ধা জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট মনিরুজ্জামান শিকদারের কাছে দায় স্বীকার করে ১৬৪ ধারার জবানবন্দি প্রদান করেছে।
গোবিন্দগঞ্জ থানার ওসি এবিএম জাহিদুল ইসলাম জানান, এই ক্লু-লেস হত্যাকান্ডের প্রকৃত আসামীদের গ্রেফতার করতে পুলিশ প্রযুক্তি ব্যবহার করে প্রকৃত হত্যাকারীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে।

এ দিকে দীর্ঘ সাড়ে ১১ মাস পরে বহুল আলোচিত ভাড়ায় মোটর সাইকেল চালক আশাদুল হত্যা মামলার রহস্য উম্মোচন এবং হত্যাকারী গ্রেফতার হওয়ায় সংশ্লিষ্ট এলাকায় সন্তোষ প্রকাশ করেছে।

(জেডএইচ/পিবি/মে ০৯,২০১৫)

পাঠকের মতামত:

১৬ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test