E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৪৮ ঘণ্টার মধ্যে দোষীদের গ্রেপ্তারের নির্দেশ

নড়াইলে গাছে বেঁধে গৃহবধূ নির্যাতন

২০১৫ মে ১০ ২১:১৩:৪১

স্টাফ রিপোর্টার : নড়াইলে এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের ঘটনায় দোষীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমানের বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে রবিবার রুলসহ এ আদেশ দেয়।

দোষীদের গ্রেপ্তার করা হয়েছে কি না-সে বিষয়ে আগামী ১৮ মে নড়াইলের পুলিশ সুপার ও লোহাগড়া থানার ওসিকে প্রতিবেদন দিতে বলেছে আদালত।

‘চুরির অভিযোগে গাছে বেঁধে গৃহবধূকে নির্যাতন’ শিরোনামে দৈনিক জনকণ্ঠে গত ৮ মে একটি প্রতিবেদন ছাপা হয়। তা যুক্ত করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে মানবাধিকার সংগঠন হিউমেন রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশ হাইকোর্টে এই রিট আবেদন নিয়ে আসে।

আবেদনের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যার্টনি জেনারেল তাপস কুমার বিশ্বাস।

আদেশের পর মনজিল মোরসেদ বলেন, আদালত নির্যাতনের শিকার ওই গৃহবধূর চিকিৎসা সেবা ও নিরাপত্তা নিশ্চিত করতে নড়াইলের জেলা প্রশাসকসহ সংশ্লিষ্টদের নির্দেশ দিয়েছে।

নারী ও শিশু নির্যাতন দমন আইনে করা মামলায় দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে।

স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহাপরিদর্শক, নড়াইলের জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চুরির অভিযোগ তুলে নড়াইলের লোহাগড়া উপজেলার শালবরাত গ্রামের ওই গৃহবধূকে গত ৩০ এপ্রিল গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পেটান তার স্বামী সেনা সদস্য শফিকুল শেখ, ভাসুর হাসান শেখ, শ্বশুর ছালাম শেখ, শাশুড়ি জিরিন আক্তার, চাচাশ্বশুর কালাম শেখ, প্রতিবেশী নান্নু শেখ ও আজিজুর রহমান আরজু।

নির্যাতনের এক পর্যায়ে ওই নারী সংজ্ঞা হারান। ওই অবস্থায় তাকে বাজারে নিয়ে একটি দোকানে আটকে রাখা হয়। খবর পেয়ে লোহাগড়া থানা পুলিশ তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে তাকে নড়াইল সদর হাসপাতালে স্থানান্তর করা হয়।

এ ঘটনায় নির্যাতিতের মা গত ৫ মে লোহাগড়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। শফিকুলের চাচা হিরু মিয়াসহ (৩৮) এ পর্যন্ত ২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

(ওএস/পিএস/মে ১০, ২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test