E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় গৃহবধূ নির্যাতন মামলায় শ্বশুরসহ আটক ৩

২০১৫ মে ১২ ১৪:২৮:০৪
লোহাগড়ায় গৃহবধূ নির্যাতন মামলায় শ্বশুরসহ আটক ৩

লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি : লোহাগড়া উপজেলার কাশিপুর ইউপি’র শালবরাত গ্রামের গৃহবধূ ববিতা খানমকে গাছে বেঁধে নির্যাতন মামলায় ববিতার শ্বশুর ছালাম শেখসহ তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার রাত ১টার দিকে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া বাসস্ট্যান্ড থেকে ছালাম শেখ, ববিতার ভাসুর আবুল হাসান শেখ ও প্রতিবেশী নান্নু মোল্যাকে গ্রেফতার করেছে পুলিশ।
এর আগে সোমবার সন্ধ্যায় মামলার প্রধান আসামি ববিতার স্বামী শফিকুল শেখকে সিলেট থেকে গ্রেফতার করে পুলিশ। এছাড়া গত ৫ মে মামলা দায়েরের পর এজাহারভূক্ত আসামি শফিকুলের চাচা কালাম শেখ এবং ঘটনার সাথে সম্পৃক্ততার অভিযোগে হিরু মিয়াকে গ্রেফতার করে পুলিশ। এদিকে, এ মামলার আসামি ববিতার শ্বাশুড়ি জিরিন আক্তার ও আ’লীগ নেতা আজিজুর রহমান আরজুকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ লুৎফর রহমান জানান, গৃহবধূকে নির্যাতনের ঘটনায় গত ৫ মে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ববিতার স্বামী শফিকুল শেখসহ সাতজনকে আসামি করে লোহাগড়া থানায় মামলা দায়ের করেন ববিতার মা খাদিজা বেগম। এদিকে, নড়াইল সদর হাসপাতালে চারদিন চিকিৎসা শেষে নির্যাতিত গৃহবধূ ববিতাকে গত রবিবার (১০ মে) লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
মামলার বিবরণে ও ববিতার বাবার বাড়ির লোকজন জানান, গত ৩০ এপ্রিল সকাল ৭টার দিকে ববিতার শ্বশুরবাড়ি লোহাগড়ার শালবরাত গ্রামে একটি মেহগুনি গাছের সাথে বেঁধে ববিতার শরীরের বিভিন্ন স্থানে বেধড়ক লাঠিপেটাসহ নির্যাতন করা হয়। ববিতা জানান, স্বামী শফিকুলসহ তার বাবা ছালাম শেখ, মা জিরিন আক্তার, চাচা কালাম শেখ ও প্রতিবেশী নান্নু মোল্যাসহ অন্যরা ববিতাকে গাছের সাথে বেঁধে লাঠিপেটা করেন। গুরুতর অসুস্থ অবস্থায় ববিতাকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং অবস্থার অবনতি হলে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়। মোটরসাইকেলসহ যৌতুকের টাকার দাবিতে তার ওপর নির্যাতন করা হয়েছে বলে জানিয়েছেন ববিতা। তিনি (ববিতা) জানান, তার স্বামী সিলেট সেনানিবাসের ৩৮ বেঙ্গলে কর্মরত ছিলেন। এ ঘটনার পর থেকে শ্বশুরবাড়ির লোকজন পালিয়ে যান। এদিকে, গৃহবধূ ববিতার ওপর নির্যাতনের ঘটনায় ১০ মে (রবিবার) জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে তার চিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করতেও নির্দেশ দেয়া হয়।
(অারএম/পিবি/মে ১২,২০১৫)

পাঠকের মতামত:

১৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test