E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

আগৈলঝাড়ায়  শিক্ষকের নেতৃত্বে প্রবাসীর জায়গা দখলের অভিযোগ

২০১৫ মে ১২ ১৭:৪২:২২
আগৈলঝাড়ায়  শিক্ষকের নেতৃত্বে প্রবাসীর জায়গা দখলের অভিযোগ

বরিশাল প্রতিনিধি : বরিশালের আগৈলঝাড়ায় এক প্রবাসীর বাড়ির জায়গা দখলকে কেন্দ্র করে খ্রীস্টান মিশন ও ওই প্রবাসীর বাড়ীতে হামলা চালিয়েছে প্রতিপক্ষরা।

স্থানীয় ও হামলার স্বীকার প্রবাসী বিমল হালদার জানান, পশ্চিম বাগধা গ্রামে তিনি ৮ শতক জায়গা সেভেন এ্যাডভান্ডটিস মিশন (এসডিএ মিশন) ভোগ দখল করে আসছিল। মঙ্গলবার ওই জায়গা মিশনের পক্ষে বিমল হালদার ও তার ছেলে আমেরিকা প্রবাসী স্বপন হালদার লিটু আমিন দিয়ে মেপে সীমানা নির্ধারণ করে। সীমানয় তারা বেড়া দিতে গেলে বাগধা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও পাশ্ববর্তী বাড়ীর জুরান চন্দ্র শীলের মা পারুল বাধাদিয়ে জুরানকে স্কুলে সংবাদ পাঠায়। সংবাদ পেয়ে শিক্ষক জুরান স্কুলের শিক্ষার্থীদের নিয়ে আমেরিকা প্রবাসীর বিমলের বাড়ীতে হামলা চালায়। এসময় তার ছেলে স্বপনকে খুজে না পেয়ে মিশনের সামনে স্বপনকে দেখে ধাওয়া করে। স্বপন আত্মরক্ষার জন্য মিশন ঘরে ঢুকে দরজা বন্ধ করলে ওই শিক্ষার্থীরা মিশনে হামলা চালিয়ে আসবাবপত্র ভাংচুর করে। এসময় ওই মিশন স্কুলের শিশু শিক্ষার্থীরা ভয়ে চিৎকার ও দিক বিদিক ছোটাছুটি করতে থাকে।
এ ব্যাপারে শিক্ষক জুরান চন্দ্র শীল বলেন, সম্পত্তির মালিক বিমল হালদার। তার সাথে স্কুলের শিক্ষার্থীরা বাড়িতে আসলেও মিশনে হামলা চালানোর কথা অস্বীকার করেন।
থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো.মনিরুল ইসলাম বলেণ, ঘটনা মৌখিক ভাবে শুনেছি। লিখিত অভিযোগ দিলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

(টিবি/পিবি/মে ১২,২০১৫)

পাঠকের মতামত:

২০ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test