E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাউফলে নবগঠিত  ইউনিয়নের আনুষ্ঠানিক ঘোষণা

২০১৫ মে ১৩ ১৭:২১:০০
বাউফলে নবগঠিত  ইউনিয়নের আনুষ্ঠানিক ঘোষণা

বাউফল প্রতিনিধি : বাউফলে নবগঠিত ১৫ নং চন্দ্রদ্বীপ ইউনিয়নের আনুষ্ঠানিক ঘোষণা করা হয়েছে। জাতীয় সংসদের চিফ হুইপ আ. স. ম ফিরোজ সোমবার সন্ধ্যায় বিচ্ছিন্ন চরওয়াডেল হাই স্কুলমাঠে নবগঠিত এই ইউনিয়নের আনুষ্ঠানিক কার্যক্রমের ঘোষণা দেন।

উপজেলার বিছিন্ন রায়সাহেবচর, চরমিয়াজান, চরকচুয়া, চরদিয়ারাকচুয়া, চরনিমদী, চরপাঁচখাজুরিয়া, কিচমত পাঁচখাজিুরিয়া, চরব্যারেট, চরওয়াডেল ও চরআলগী এই দশটি চরভূম নিয়ে গঠিত নবগঠিত চন্দ্রদ্বীপ ইউনিয়নের মোট আয়তন ৫৫ বর্গমাইল। লোকসংখ্যা ১১ হাজার ৯শ’ ৯৫ জন। ভোটার রয়েছে প্রায় ৫ হাজার। প্রস্তাবিত একটি প্রাইমারী স্কুলসহ মোট ৬টি প্রাইমারী ও একটি হাই স্কুল রয়েছে এই ইউনিয়নে। ২০১৩ সালের ২২ জানুয়ারী গেজেট পাসের পর ওই বছর ১৩ সেপ্টেম্বর থেকে উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা মো. জাহাঙ্গির মিয়া নবগঠিত ইউনয়নটির প্রসাশকের দয়িত্ব পালন করছেন।
ইউনিয়ন ঘোষণার মাধ্যমে চরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্নপূরন হলেও এখনো অধরাই থাকছে এখানকার মানুষের হাজারো সমস্যার সমাধান। নদীভাঙ্গন রোধে এখন পর্যন্ত নেওয়া হয়নি কোন কার্যকর পদক্ষেপ। তেঁতুলিয়ার ভাঙ্গনে ইতিমধ্যে নির্স্ব হয়ে গেছে এখানের প্রায় তিনশ পরিবার। জীবনের ঝুঁকি নিয়ে ট্রলার, নৌকা অথবা ভেলায় চরে যোগাযোগ করতে হয় উপজেলা সদরের সঙ্গে। একটি মাত্র কমিউনিটি ক্লিনিক ব্যাতিত স্বাস্থ্য সেবার কোনই উপায় নেই বাসিন্দাদের। রয়েছে বিশুদ্ধ পানি ও স্যানিটেশন ব্যাবস্থার তীব্র সংঙ্কট। হাতে গোনা কয়েক পরিবারে সৌরবিদ্যুৎ দেখা গেলেও অধিংকাশরাই বিদ্যুৎবিহীন অন্ধকারে। নিরাপত্তায় নেই কোন পুলিশক্যাম্প অথবা আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি। কৃষিকাজ আর মাছ ধরাই এখানকার মানুষের আয়ের একমাত্র পথ। কৃষি মৌসুম না থাকলে আর নদীতে মাছশিকার নিষিদ্ধ থাকলে বেকার হয়ে পড়ে এখানকার অধিকাংশ বাসিন্দা। এমন হাজারো সমস্যা থাকলেও এই চরবাসীদের দীর্ঘদিনের দাবিরমুখে তেঁতুলিয়ার বুকচিরে জেগে ওঠা চন্দ্রদ্বীপ ইউনিয়ন ঘোষণার মধ্যদিয়ে বাস্তবান হচ্ছে চরবাসীর দীর্ঘদিনের লালিত স্বপ্ন।
এ উপলক্ষে আয়োজিত এক সংবর্ধণা অনুষ্ঠানে বিকাল ৩টার সময় ঘোষণার কথা থাকলেও ৫টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন চিফ হুইপ আ. স. ম ফিরোজ। ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আমির আলী হাওলাদারের সভাপতিত্বে সংবর্ধণা সভায় উপজেলা আ.লীগ সাধারন সম্পাদক মোতালেব হোসেন হাওলাদার, উপজেলা ভাইস-চেয়ারম্যান মোশারফ হোসেন খান, মুক্তিযোদ্ধা কমান্ডার শামসুল আলম মিয়া, বাউফল থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান, উপজেলা আওয়ালীগের সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম ফারুক, মনিরহোসেন মোল্লা, কামাল হোসেন বিশ্বাস, আনোয়ার হোসেন বাচ্চু, আলকাস মোল্লা, খলিলুর রহমান খোকন, ইব্রাহিম খলিল, হারুন-আর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
(এবি/পিবি/মে ১৩,২০১৫)

পাঠকের মতামত:

২৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test