E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

২০১৫ মে ১৪ ১০:৪২:৩৭
লালমনিরহাট সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের বুড়িমারী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে অন্তর ইসলাম (২৭) নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী নিহত হয়েছেন।

বুধবার দিবাগত রাতে পাটগ্রাম উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের মাস্টারের বাড়ি সীমান্তের ৮৪৩ নম্বার মেইন পিলারে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত গরু ব্যবসায়ী অন্তর পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলওয়ে কলোনিপাড়ার আমিনুর ইসলামের ছেলে।

বুড়িমারী বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকাবাসী সূত্রে জানা যায়, বাংলাদেশের কয়েকজন গরু ব্যবসায়ী ভারতের গরু ব্যবসায়ীদের আহ্বানে সেখানে গিয়ে গরু কিনে ফিরছিল।

ফেরার পথে ভারতের পশ্চিমবঙ্গের কুচবিহার ৬১ বিএসএফ ব্যাটালিয়নের চ্যাংরাবান্ধা ক্যাম্পের একটি টহলদল ভারতের অভ্যন্তরেই গরু ব্যবসায়ীদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে, এতে ঘটনাস্থলেই অন্তরের মৃত্যু হয়।

তবে, ফিরে আসা বাকি ব্যবসায়ীদের নাম পরিচয় জানা যায়নি। এছাড়া, অন্য কারও হতাহত হওয়ার খবরও পাওয়া যায়নি।

বিজিবি লালমনিরহাট-১৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আহমদ বজলুর রহমান হায়াতী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় কঠোর প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। সেইসঙ্গে গুলি করে বাংলাদেশিকে হত্যার কারণও জানতে চাওয়া হয়েছে তাদের কাছে।

(ওএস/এএস/মে ১৪, ২০১৫)

পাঠকের মতামত:

১৮ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test