E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

লোহাগড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩

২০১৫ মে ১৪ ১৪:৫৩:৫৯
লোহাগড়ায় দু’গ্রুপের সংঘর্ষে আহত ৩

লোহাগড়া (নড়াইল)প্রতিনিধি : নড়াইলের লোহাগড়া পৌর শহর এলাকায় আধিপত্য বিস্তার করাকে কেন্দ্র করে উপজেলা যুবলীগ ও ছাত্রলীগের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিকালে দুই দফা পাল্টাপাল্টি হামলায় তিনজন আহত হয়েছে। আহতদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার (১১মে) রাতে পৌর এলাকার গোপীনাথপুর গ্রামের ছাত্রলীগ কর্মী সনেট (২১) ও রাসেল (২২)কে পুলিশ গাঁজাসহ আটক করে। এ বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মন্তব্য করা হয়, ‘মাদক সম্রাট আশরাফুল আলমের ছত্রছায়ায় থাকা সনেট ও রাসেল গাঁজাসহ গ্রেফতার’। এ মন্তব্যের জের ধরে বুধবার দুপুরে লোহাগড়া উপজেলা যুবলীগ সভাপতি আশফুল আলমের সমর্থক উজ্জ্বল, লালন, রাজু, আরাফাতসহ ৬/৭ জন মিলে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক ফজল এলাহী (২৪) ও মল্লিকপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সম্পাদক রুবেল হাসান (২৩) কে বেধড়ক মারপিট করে আহত করে। মারপিটের ঘটনার জের ধরে বুধবার বিকাল ৫টার দিকে উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এম রাশেদ হাসানের নেতৃত্বে ৪০/৫০ জনের একদল নেতা-কর্মী রাম দা, চাপাতি, চাইনিজ কুড়াল, লাঠিসোটা নিয়ে খেয়াঘাটস্থ যুবলীগের দলীয় কার্যালয় ও যুবলীগ সভাপতির লক্ষ্মীপাশাস্থ বাড়িতে হামলা চালিয়ে টিভি, ফ্রিজ, আসবাবপত্র ভাংচুর করে। এ সময় যুবলীগ সভাপতির ভাই জসিম মোল্যার স্ত্রী শিক্ষিকা নুরানী সুলতানা (২৫) আহত হয়। হামলা ও ভাংচুরের সময় পুলিশ উপস্থিত থাকলেও তারা (পুলিশ) কোন ব্যবস্থা গ্রহণ করে নাই। হামলা ও ভাংচুরের প্রতিবাদে বুধবার রাতে যুবলীগ ও ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। আশরাফুল আলমের ছোট ভাই জসিম মোল্যা অভিযোগ করে বলেন, ‘ফজল এলাহী তার ফেসবুক একাউন্ট থেকে আমার বড় ভাই সম্পর্কে আপত্তিকর ও অশ্লীল মন্তব্য করেছে। এ ব্যাপারে লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) তদন্ত বিপ্লব কুমার সাহা পুলিশের উপস্থির কথা অস্বীকার করে বলেন, যুবলীগ ও ছাত্রলীগের পাল্টাপাল্টি হামলা ও ভাংচুরের ঘটনায় থানায় কোন পক্ষই অভিযোগ দায়ের করেনি। তবে সংঘাত ও সহিংসতা এড়ানোর জন্য শহরের গুরুত্বপূর্ণ পয়েন্ট গুলোতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
(আরএম/পিবি/মে ১৪,২০১৫)

পাঠকের মতামত:

১৫ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test