E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

নওগাঁয় পুলিশ পরিচয়ে ২ ব্যবসায়িকে অপহরণ

২০১৪ মে ১৬ ০৯:২৭:০২
নওগাঁয় পুলিশ পরিচয়ে ২ ব্যবসায়িকে অপহরণ

নওগাঁ প্রতিনিধি : বৃহস্পতিবার বিকেল ৩টার দিকে নওগাঁর মান্দায় পুলিশ পরিচয়ে দুই ব্যবসায়িকে অপহরণের পর ৭ লাখ টাকা ছিনতাই করা হয়েছে। নওগাঁ-রাজশাহী মহাসড়কের পিড়াকৈর ইটভাটা নামকস্থানে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে

অপহৃত ব্যবসায়িরা হলেন, সুবোধ কুমার প্রামানিক ও তার শ্যালক রঞ্জন কুমার মন্ডল। ঘটনায় স্থানীয় পুলিশ প্রশাসনে ব্যাপক তোলপাড় শুরু হয়েছে।

ব্যবসায়ি সুবোধ কুমার জানান, বৃহস্পতিবার দুপুরে ২টার দিকে ইসলামী ব্যাংক রাজশাহীর কেশরহাট শাখা থেকে ৭ লাখ টাকা তুলে নিয়ে দুটি মোটরসাইকেলে তারা নিজ বাড়ি ফিরছিলেন। পথে পিড়াকৈর ইটভাটা নামকস্থানে অজ্ঞাতনামা ৫ ব্যক্তি হাতকড়া ও পিস্তল দেখিয়ে তাদের পথরোধ করে।পরে তাদের মোটরসাইকেল থেকে নামিয়ে সাদা রঙের একটি মাইক্রোবাসে তুলে নিয়ে রাজশাহীর দিকে রওনা দেয়।

অপহরণকারীরা মাইক্রোবাসের ভেতরে তাদের চোখ ও হাত-পা বেঁধে উপর্যুপরি নির্যাতন চালায়। তাদের কাছে থাকা ৭ লাখ টাকা ছিনিয়ে নেয়। পরে রাজশাহীর নওহাটা এলাকার কাছে তাদের মাইক্রোবাস থেকে ফেলে দিয়ে অপহরণকারীরা পালিয়ে যায়।

স্থানীয় লোকজন তাদের উদ্ধার করেন। অপহরণের শিকার রঞ্জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে প্রকাশ্য দিবালোকে অপহরণ ও ছিনতাইয়ের ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহেল বাকী সাংবাদিকদের জানান, ঘটনাস্থল থেকে ছিনতাইকারীদের ফেলে যাওয়া একটি হাতকড়া ও ব্যবসায়িদের ব্যবহৃত দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

(বিএম/জেএ/মে ১৬, ২০১৪)

পাঠকের মতামত:

২০ এপ্রিল ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test