E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

শ্রীমঙ্গলে ২ পুলিশ কর্মকর্তাকে গণধোলাই দিয়ে হাসপাতালে

২০১৫ মে ১৫ ১৯:৪৮:৩৮
শ্রীমঙ্গলে ২ পুলিশ কর্মকর্তাকে গণধোলাই দিয়ে হাসপাতালে

শ্রীমঙ্গল (মৌলভীবাজার) প্রতিনিধি :শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের পশ্চিম আলিশারকুল গ্রামে গত বৃহস্পতিবার রাত দশটার দিকে হারুন মিয়ার বাড়িতে মোশাহিদ নামে বন মামলার এক ওরারেন্টের আসামী ধরতে গিয়ে সৌদি প্রবাসী ইকবাল হোসেন মুকিতের হাতে হাতকরা লাগিয়ে দেয় পুলিশ।

আর এ ঘটনায় কথাকাটাকাটির এক পর্যায়ে পুলিশের সঙ্গে সংঘর্যে জড়িয়ে পড়ে মুকিতের স্বজনরা। এতে শ্রীমঙ্গল থানার এসআই অনুজ কুমার দাশ ও এএসআই হুমায়ন কবির আহত হয়েছেন। আহত দুই পুলিশকে রাতেই শ্রীমঙ্গল হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিকে এঘটনায় পুলিশ এ্যাসল্ট মামলায় মুকিতেকে গতকাল শুক্রবার জেল হাজতে পাঠিয়েছে পুলিশ। ওই মামলায় মুকিতছাড়াও আরো সাতজনের নাম উল্লেখ করে আট দশজনকে আজ্ঞাত আসামী করা হয়েছে।

মুকিতের মা হুসনেয়ারা বলেন, তার ছেলে পরেন বছর ধরে সৌদিতে আছে। দুই মাস হলো ছুটিতে দেশে এসেছে। আর দশ বারোদিন পর চলে যাবার কখা ছিল। গত বৃহস্পতিবার রাতে তার চাচি অসুস্থ হয়ে পরলে গ্রামের ডাক্তার অরুন সুত্র ধরকে নিয়ে চাচার (হারুন মিয়া) বাড়িতে যায়। এ সময় মোশাহীদকে ধরতে গিয়ে সাদা পোষাকে দুই পুলিশ তার ছেলের হাতে হাতকরা পরিয়ে দেয়। একমাত্র ছেলেকে পুলিশ ধরে নিয়ে যাওয়ায় বারে বারে মুচ্ছা যাওয়া মা আর বেশি কিছু বলতে পারেনি।

ডাক্তার অরুন সূত্র ধর বলেন, তিনি রোগী দেখার জন্য ওই বাড়িতে যান। তিনি যখন রোগীর প্রেসার মাপাছিলেন তখন সময় দুইজন মানুষ এসে তাদেরকে আইনের লোক পরিচয় দিয়ে মুকিতের ধারে হেনকাফ লাগিয়ে দেয়। এ সময় উত্তেজনা সৃষ্টি হলে তিনি চলে আসেন।
সংশ্লিষ্ট ওয়ার্ড মেম্বার বেলাল আহম্মেদ বলে, তিনি ওই সময় ঘটনাস্থলে ছিলেননা। তবে তিনি শুনেছেন ভুল করে পুলিশ মুকিতকে গ্রেপ্তার করায় তার সাথে থাকা লোকজন উত্তেজিত হয়ে পরে।

শ্রীমঙ্গল থানার উপ-পরিদর্শক (এসআই) অনুজ কুমার দাশ বলেন, ভুল করে নয় বন মামলার ওরারেন্টের আসামী মোশাহীদকে গ্রেফতারে বাঁধা দেওয়ায় মুকিতকে গ্রেফতার করা হয়েছে।

(টিভি/এসসি/মে১৫,২০১৫)

পাঠকের মতামত:

১২ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test