E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

৩ মাসের জেল ও ৫ হাজার টাকা জরিমানা

নওগাঁয় ক্লিনিক মালিক আটক

২০১৫ মে ১৬ ১৯:২১:৪২
নওগাঁয় ক্লিনিক মালিক আটক

নওগাঁ প্রতিনিধি : নওগাঁ সদরের কাঁঠালতলী এলাকার ‘জমিলা রোগমুক্তি ক্লিনিক’ এর পরিচালক ডা. এম এম জাহিদুল ইসলামকে ৩ মাসের কারাদন্ড ও নগদ ৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।

শুক্রবার সন্ধ্যায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোবায়েদ কবীর সোহাগ এ আদেশ প্রদান করেন।

নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জাকিরুল ইসলাম জানান, দীর্ঘ দিন থেকে ওই ক্লিনিকের পরিচালক জাহিদুল ইসলাম অপারেশন থিয়েটারে প্রয়োজনীয় সরঞ্জামাদিসহ ডাক্তার ও নার্স না রেখে অনিয়মতান্ত্রিকভাবে অপারেশনসহ ক্লিনিক পরিচালনা করে আসছিলেন।

এমন অভিযোগের ভিত্তিতে শুক্রবার বিকেলে নওগাঁর সিভিল সার্জন ডা. মোজাহার হোসেন বুলবুল, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও পুলিশের সমন্বয়ে একটি দল পরিদর্শনে গিয়ে অনিয়মতান্ত্রিকভাবে জমিলা রোগমুক্তি ক্লিনিক পরিচালনার সত্যতা পান।

সন্ধ্যায় নির্বাহী ম্যাজিষ্ট্রেট জোবায়েদ কবীর সোহাগের ভ্রাম্যমান আদালতে ক্লিনিকের পরিচালক এমএম জাহিদুল ইসলামকে ৩ মাসের কারাদন্ডাদেশ ও নগদ ৫ হাজার টাকা জরিমানা করেন। রাতেই তাকে জেলা কারাগারে পাঠানো হয়েছে।

(বিএম/পিএস/মে ১৬, ২০১৫)

পাঠকের মতামত:

১৭ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test