E Paper Of Daily Bangla 71
World Vision
Technomedia Limited
Mobile Version

বাগেরহাটে হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম শীর্ষক মতবিনিময় সভা

২০১৫ মে ১৭ ১৫:০৮:১৬
বাগেরহাটে হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম শীর্ষক মতবিনিময় সভা

বাগেরহাট প্রতিনিধি  : সাবেক তত্তাবাধায়ক সরকারের উপদেষ্টা ও আইন-সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক এ্যাডভোকেট সুলতানা কামাল বলেছেন,আইন শৃংখলা রক্ষা বাহিনী, সন্ত্রাসীদের পেশী শক্তি ও কালো টাকার মালিকদের  ব্যাবহার করে যারা সরকারে আসে তাদের দ্বারা মানবাধিকার রক্ষা করা সম্ভব নয়।

রবিবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে হিউম্যান রাইটস ডিফেন্ডার ফোরাম ও আস বাংলাদেশ আয়োজিত মানবাধিকার পরিস্থিতি পর্যালোচনা ও আমাদের করণীয় শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তবে সুলতানা কামাল আরও বলেন, সরকার যখন নিপড়কের ভূমিকায় নেয়,- দেশ তখন পুলিশি রাষ্ট্রে পরিনত হয়ে মানবাধিকার ভূলুন্ঠিত হয়। দেশে কোন জবাববদিহিতা না থাকায় এখনও আমাদের অসংখ্য অভিবাসী অসহায়ের মতো সমুদ্রে ভাসছে। এসব অসহায় মানুষ যেকোন সময় মৃত্যুর কোলে ঢলে পড়তে পারে। কোন দেশ তাদের আশ্রয় দিচ্ছে না, মানুষ হিসেবে আমাদের যে জবাবদিহিতা সেখানে কিভাবে বলবো আমরা আসলে একটা সভ্য সমাজে বসবাস করছি।
তিনি আরও বলেন, সুন্দরবন বিশ্ব ঐতিহ্যের অংশ। সুন্দরবন আমাদের প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করছে। তাই সুন্দরবনকে বাঁচাতে সরকার বাগেরহাটের রামপাল ও মংলায় যে দু’টি বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করছে তা বন্ধ করতে হবে। শিক্ষার্থীরা যখন শিক্ষা প্রতিষ্ঠানে থাকে তখন তাদের নিরাপত্তা নিশ্চিত করা ওই প্রতিষ্ঠানের দায়িত্ব। ওই শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীর ওপর যদি অত্যাচার, নির্যাতন ও নিপীড়ন হয়ে থাকে তাহলে সেই দায়দায়িত্ব ওই প্রতিষ্ঠানকে নিতে হবে। তারা কখনও দায় এড়াতে পারে না। তাই শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীদের যৌন হয়রানী বন্ধে সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জবাবদিহিতার আওতায় আনতে হবে। তাই শিক্ষা প্রতিষ্ঠানের যৌন হয়রানী বন্ধে প্রতিষ্ঠানে কর্তৃপক্ষকে সঠিক তদন্ত করে ব্যবস্থা নিতে হবে।
আস বাংলাদেশের নির্বাহী পরিচালক মো: কারুজ্জামানের সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অধ্যাপক মোজাফফর হোসেন,অধ্যপক বুলবুল কবীর, এ্যাডভোকেট জাহাঙ্গীর আলী বাবু, এ্যাডভোকেট রামকৃষ্ণ বসু, সেলিনা বেগম, লুনা সিদ্দিকী, ফররুক হাসান জুয়েল, শামিম হাসান প্রমুখ্য।
(একে/পিবি/মে ১৭,২০১৫)

পাঠকের মতামত:

০৪ মে ২০২৪

এ পাতার আরও সংবাদ

উপরে
Website Security Test